দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
A
প্যারীচাঁদ মিত্র
B
মাইকেল মধুসূদন দত্ত
C
প্রমথ চৌধুরী
D
দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরের বিবরণ
‘নীলদর্পণ’ নাটক ও দীনবন্ধু মিত্র
নীলদর্পণ নাটক:
-
দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক হলো নীলদর্পণ।
-
এটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ এবং পরিচিত নাটক।
-
১৮৬০ সালে নাটকটি প্রথমবার ঢাকা থেকে প্রকাশিত হয় এবং সেখানেই প্রথম মঞ্চস্থ হয়।
-
মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে এর ইংরেজি অনুবাদ করেন।
-
অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
-
নাটকটি মূলত নীলকরদের শোষণ ও কৃষকদের প্রতি অত্যাচারের কাহিনী তুলে ধরে।
দীনবন্ধু মিত্র:
-
তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পিতার নাম গন্ধর্বনারায়ণ।
-
নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক ও রচনা হিসেবে গণ্য।
-
মঞ্চে নাটক দেখার সময় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব আবেগপ্রবণ হয়ে জুতা ছুড়ে মেরেছিলেন।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে Uncle Tom’s Cabin এর সঙ্গে তুলনা করেছেন।
-
তিনি ১৮৭৩ সালের ১ নভেম্বর অকাল মৃত্যুবরণ করেন।
দীনবন্ধু মিত্রের অন্যান্য উল্লেখযোগ্য নাটক:
-
নবীন তপস্বিন
-
কমলে কামিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
অনুবাদ কত প্রকার?
Created: 1 month ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
অনুবাদ ২ প্রকার। যেমন -আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।

0
Updated: 1 month ago
'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
Created: 1 month ago
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।

0
Updated: 1 month ago
"A bolt from the blue'- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
Created: 1 month ago
A
যতো গর্জে ততো বর্ষে না
B
গরিবের ঘোড়া রোগ
C
বিনা মেঘে বজ্রপাত
D
অতি লোভে তাতি নষ্ট
বিনা মেঘে বজ্রপাত- A bolt from the blue. যত গর্জে তত বর্ষে না-Empty vessel sounds much A pipe dream- গরিবের ঘোড়া রোগ অতি লোভে তাঁতি নষ্ট- Grasp all, lose all.

0
Updated: 1 month ago