A
সর্বঙ্গ + ঈন
B
সর্ব + অঙ্গীন
C
সর্ব + ঙ্গীন
D
সর্বাঙ্গ + ঈন
উত্তরের বিবরণ
শব্দের প্রত্যয় ও তাৎপর্য
শব্দের উদাহরণ:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী,
-
‘সর্বাঙ্গীণ’ শব্দের গঠন হলো সর্বাঙ্গ + ঈন।
-
অর্থ: সর্বাঙ্গব্যাপী (প্রতি দিকে ছড়িয়ে থাকা বা সব অংশে উপস্থিত)।
-
প্রত্যয় (Suffix):
-
শব্দ বা ধাতুর পরে এমন কিছু অংশ যুক্ত হলে যা নিজে কোনো অর্থ বহন করে না কিন্তু নতুন শব্দ তৈরি করে, সেটাকে প্রত্যয় বলে।
-
উদাহরণ:
-
বাঘ + আ → বাঘা
-
দিন + ইক → দৈনিক
-
দুল্ + অনা → দোলনা
-
কৃ + তব্য → কর্তব্য
-
তদ্ধিত প্রত্যয় (Taddhita Suffix):
-
কোনো শব্দের পরে যুক্ত প্রত্যয় যদি মূল শব্দের অর্থের সাথে নতুন অর্থ যোগ করে, তবে তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
-
তদ্ধিত প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘আ’ এবং ‘ইক’ হলো তদ্ধিত প্রত্যয়।
-
তাই ‘বাঘা’ ও ‘দৈনিক’ হলো তদ্ধিতান্ত শব্দ।
-
কৃৎপ্রত্যয় (Krit Suffix):
-
ধাতুর পরে যুক্ত যে প্রত্যয়গুলি মূল ক্রিয়ার অর্থকে নতুনভাবে বাস্তবায়িত করে, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
-
কৃৎপ্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ।
-
উদাহরণ:
-
‘অনা’ এবং ‘তব্য’ হলো কৃৎপ্রত্যয়।
-
তাই ‘দোলনা’ ও ‘কর্তব্য’ হলো কৃদন্ত শব্দ।
-
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ (৯ম–১০ম শ্রেণি, ২০২১).

0
Updated: 1 day ago
‘মুক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 day ago
A
√মুচ্ + ক্তি
B
√মুহ্ + ক্তি
C
√মুক্ + ক্তি
D
√মৃচ্ + ক্তি
‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি - প্রত্যয় মুচ্ + ক্তি। ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন - √বচ + ক্তি = উক্তি, √মুচ + ক্তি = মুক্তি, √ভজ + ক্তি = ভক্তি

0
Updated: 1 day ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
কোন নির্দেশকটি বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
টা
B
পাটি
C
টি
D
খানা
পদাশ্রিত নির্দেশক
-
কোনো পদের পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে।
-
বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article "The"-এর সমতুল্য।
প্রত্যয়/অব্যয় উদাহরণ:
-
টা, টি, খানা, খানি, টুকু ইত্যাদি।
বিশেষ শব্দ:
-
তা → দশ তা কাগজ দাও।
-
পাটি → আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।

0
Updated: 1 week ago