'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
A
তেভাগা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
দেশভাগ
উত্তরের বিবরণ
মাহমুদুল হক
-
তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
-
১৯৭৭ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর লেখার ধরন ও শব্দচয়ন ছিল খুবই নিখুঁত ও মনোমুগ্ধকর।
উপন্যাসসমূহ:
-
কালো বরফ – উপন্যাসে দেশবিভাগের গল্প প্রধানভাবে উঠে এসেছে।
-
জীবন আমার বোন – মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
খেলাঘর – মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী।
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে?
Created: 1 week ago
A
আঞ্চলিক ভাষা
B
মাতৃভাষা
C
প্রথম ভাষা
D
উপরের সবগুলো
মাতৃভাষা শব্দটির অর্থগত মূল নিহিত রয়েছে মানুষের জন্মলগ্নের ভাষা-অভিজ্ঞতায়। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কোলে প্রতিপালিত হয় এবং মায়ের কাছ থেকেই সে প্রথম ভাষা শেখে। তাই যে ভাষাটি শিশু তার মায়ের কাছ থেকে বা শৈশবের পারিবারিক পরিবেশ থেকে স্বাভাবিকভাবে শিক্ষা পায়, তাকেই বলা হয় ‘মাতৃভাষা’। এটি আসলে একধরনের ধারণাগত নাম, যা ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের গভীর প্রতিফলন বহন করে।
যদি কোনো শিশুর মা জন্মমুহূর্তেই মৃত্যুবরণ করেন এবং সে অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হয়, তবুও তার মুখে যে ভাষাটি গড়ে ওঠে, সেটিই তার মাতৃভাষা হিসেবে গণ্য হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ মায়ের কোলে এবং মায়ের বাংলা বলায় বড় হয়, তাই বাংলা ভাষাই বাঙালি জাতির মাতৃভাষা।
অপশন বিশ্লেষণ:
-
মানুষ জন্মের পর সাধারণত প্রথমে মায়ের কাছ থেকে যে ভাষাটি শেখে, সেটিই তার মাতৃভাষা। অর্থাৎ, শিশু জন্মের পর পরিবেশ থেকে যে প্রথম ভাষা রপ্ত করে, তাকে বলা হয় মাতৃভাষা (Mother tongue) বা প্রথম ভাষা (First language)।
-
আঞ্চলিক ভাষা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ভাষা, যা শিশুর প্রথম ভাষা হতে পারে, আবার নাও হতে পারে।
-
যেহেতু মাতৃভাষা ও প্রথম ভাষা প্রায় সমার্থক, তাই প্রশ্নে যদি একটি সঠিক উত্তর চাওয়া হয়, তবে “মাতৃভাষা” বা “প্রথম ভাষা” উভয়ই গ্রহণযোগ্য।
-
তবে প্রশ্নে যদি খ) উপরের সবগুলো সঠিক অপশন দেওয়া থাকে, তাহলে সেটিই সর্বাধিক উপযুক্ত উত্তর। তবু বাংলা প্রেক্ষিতে “মাতৃভাষা”ই প্রমিত ও প্রচলিত উত্তর।
0
Updated: 1 week ago
নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
Created: 3 weeks ago
A
সাম্য
B
মন্দির
C
রজনী
D
ইন্দিরা দেবী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল দিকগুলোর পথপ্রদর্শক হিসেবে পরিচিত।
-
জন্ম ও জীবন: ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
উপন্যাসিক পরিচয়: বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাত।
-
প্রথম রচনা: তাঁর প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ' ইংরেজিতে লেখা।
-
বাংলা সাহিত্যে প্রভাব: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫ সালে।
-
দ্বিতীয় উপন্যাস: 'কপালকুণ্ডলা' প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
-
ত্রয়ী উপন্যাস: 'আনন্দমঠ', 'দেবী চৌধুরানী', এবং 'সীতারাম'।
উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
প্রবন্ধসমূহ:
-
লোকরহস্য
-
কমলাকান্তের দপ্তর
-
বিবিধ সমালোচনা
-
সাম্য
-
কৃষ্ণচরিত্র
-
ধর্মতত্ত্ব অনুশীলন
0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী
0
Updated: 1 month ago