A
যৌগিক
B
তৎসম
C
দেশি
D
অর্ধ-তৎসম
উত্তরের বিবরণ
‘জোছনা’ একটি অর্ধ-তৎসম (আধাসংস্কৃত) শব্দ।
-
এটি সংস্কৃতের ‘জ্যোৎস্না’ থেকে এসেছে।
-
অর্থ: চাঁদের আলো বা কৌমুদী।
সংজ্ঞা:
-
তৎসম শব্দ হলো সরাসরি সংস্কৃত থেকে নেওয়া শব্দ।
-
অর্ধ-তৎসম শব্দ হলো সেইসব শব্দ যা তৎসম থেকে সাধারণ উচ্চারণ বা রূপ পরিবর্তনের মাধ্যমে বাংলায় এসেছে।
অর্ধ-তৎসমের আরও কিছু উদাহরণ:
-
গিন্নি
-
কেষ্ট
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
'চন্দ্রাবতী' কী?
Created: 5 days ago
A
নাটক
B
কাব্য
C
পদাবলী
D
পালাগান
চন্দ্রাবতী কাব্য:
-
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর।
-
কাল ও প্রেক্ষাপট: মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
-
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির। তার পৃষ্ঠপোষকতায় রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।
-
তিনি বিখ্যাত কবি আলাওলকে দুটি কাব্য, ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান’, রচনায় উৎসাহিত করেন।
-
উল্লেখযোগ্য আরাকান রাজসভার কবি: আলাওল, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর।
অন্যান্য চন্দ্রাবতী সম্পর্কিত তথ্য:
-
ময়মনসিংহের একজন নারী গীতিকার চন্দ্রাবতী প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেন।
-
ময়মনসিংহ-গীতিকায় নয়নচাঁদ ঘোষ নামে এক কবির ‘চন্দ্রাবতী’ সম্পর্কিত পালা আছে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন:
-
‘জয়-চন্দ্রাবতী’
-
‘চন্দ্রাবতী চরিত’
-
‘চন্দ্রাবতী উপাখ্যান’
-
-
১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। এটি পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খণ্ডের দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
Created: 1 week ago
A
গ্রামবার্তা
B
বঙ্গদর্শন
C
মাসিক পত্রিকা
D
সংবাদ প্রভাকর
১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়। বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা।

0
Updated: 1 week ago
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
Created: 1 day ago
A
বেতসবৃত্তি
B
পতঙ্গবৃত্তি
C
জলৌকাবৃত্তি
D
কুম্ভিলকবৃত্তি
কুম্ভিলক (বিশেষ্য)
-
শব্দের উৎস: প্রাকৃত
-
অর্থ: যে ব্যক্তি অন্যের লেখা বা ভাবকে নিজের নামে ব্যবহার করে।
কুম্ভিলকবৃত্তি (Plagiarism)
-
সংজ্ঞা: অন্যের রচনা, ভাব বা শব্দ নিজের নামে প্রকাশ করা।
-
আরও সহজভাবে বলা যায়, ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত লেখা, ধারণা বা গবেষণা মূল সূত্র উল্লেখ না করে ব্যবহার করাই প্লেজিয়ারিজম।
-
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের হিসেবে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
পতঙ্গবৃত্তি (বিশেষ্য)
-
শব্দের উৎস: সংস্কৃত
-
অর্থ: আলোর দিকে আকৃষ্ট হয়ে কীটপতঙ্গের আগুনে ঝাঁপ দেওয়ার প্রবণতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 1 day ago