মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
A
একটি কালো মেয়ের কথা
B
তেইশ নম্বর তৈলচিত্র
C
আয়নামতির পালা
D
ইছামতী
উত্তরের বিবরণ
‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাস
-
লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৭১
-
বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
-
উপন্যাসের সারসংক্ষেপ: উপন্যাসের কেন্দ্র চরিত্র নাজমা, একজন কালো মেয়ে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পাঞ্জাবির দ্বারা নির্যাতনের শিকার হন। সীমান্ত অতিক্রমের সময় তিনি ‘স্পাই’ হিসেবে ধরা পড়েন এবং ভারতীয় পুলিশ অফিসার ডেভিড আর্মস্ট্রং-এর সামনে জবানবন্দি দেন।
-
উল্লেখযোগ্য উদ্ধৃতি (ডেভিডের জবানবন্দি থেকে):
"এরই মধ্যে এই দেশটাকে এমন করে ভালবেসে ফেললাম যে এই আমার সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ আর নেই। আর এই দেশই আমার দেশ।"
-
গুরুত্ব: নাজমার চরিত্র ১৯৭১-এর বাংলাদেশের সংগ্রাম ও কষ্টের প্রতীক হিসেবে উপন্যাসে ফুটে উঠেছে।
‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাস
-
লেখক: আলাউদ্দিন আল আজাদ
-
ফিল্ম অনুবাদ: ‘বসুন্ধরা’ (পরিচালক: সুভাষ দত্ত, ১৯৭৭)
-
উল্লেখযোগ্য অর্জন: চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘ইছামতী’ উপন্যাস
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৫০
-
বিষয়: ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবন
-
প্রধান চরিত্র: ভবানী বাঁড়ুয়া, তার পুত্র তিলু, বিলু, নীলু
-
উল্লেখযোগ্য অর্জন: রবীন্দ্র পুরস্কার
-
গুরুত্ব: লেখকের শেষ উপন্যাস, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
জন্ম: ১৮৯৮, বীরভূম, পশ্চিমবঙ্গ
-
পেশা: কথাসাহিত্যিক, রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
প্রসিদ্ধ ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
-
উল্লেখযোগ্য উপন্যাস:
চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, আরগ্য, নিকেতন, পঞ্চপুণ্ডলী, রাধা ইত্যাদি -
প্রসিদ্ধ ছোটগল্প: রসকলি, বেদেনী, ডাকহরকরা
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
'স্বভাবকবি' হিসেবে পরিচিত ছিলেন কোন পাঁচালিকার?
Created: 3 weeks ago
A
রামনিধি গুপ্ত
B
ফকির গরীবুল্লাহ
C
দাশরথি রায়
D
রামরাম বসু
দাশরথি রায় ছিলেন উনবিংশ শতকের একজন স্বভাবকবি ও খ্যাতনামা পাঁচালিকার। তিনি ১৮০৬ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ‘দাশু রায়’ নামেও পরিচিত ছিলেন।
-
জন্ম: ১৮০৬, বাঁধমুড়া গ্রাম, কাটোয়া মহকুমা, বর্ধমান জেলা
-
তিনি স্বভাবকবি ও পাঁচালিকার হিসেবে পরিচিত ছিলেন।
-
১৮৩৬ সালে আখড়া গঠন করে ছড়া ও পাঁচালি রচনায় মনোনিবেশ করেন।
-
অল্পদিনের মধ্যেই নবদ্বীপের পণ্ডিতসমাজে খ্যাতি অর্জন করেন।
-
তাঁর গান রাগসুরে রচিত হতো এবং তাতে টপ্পা অঙ্গের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
-
তিনি পাঁচালিকে বিভিন্ন শ্রেণির শ্রোতাদের উপভোগ্য করে তোলেন।
-
তাঁর রচিত পাঁচালি ‘দাশুরায়ের পাঁচালি’ নামে খ্যাত।
উৎস:

0
Updated: 3 weeks ago
'মৈমনসিংহ গীতিকা' এর ভূমিকা কে রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
চন্দ্রকুমার দে
B
দীনেশচন্দ্র সেন
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রামরাম বসু
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগানসমূহকে একত্রিত করে মৈমনসিংহ গীতিকা নামে পরিচিতি দেওয়া হয়। এই গীতিকা সংগ্রহ ও প্রকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৈমনসিংহ নিবাসী চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেনের নির্দেশে এসব গান সংগ্রহ করেন। ১৯২৩ সালে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়, যার ভূমিকা রচিত হয়েছে দীনেশচন্দ্র সেনের দ্বারা। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
-
গীতিকা ও রূপকথার সংখ্যা: ১০টি
-
গীতিকা ও রূপকথাসমূহ:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
-

0
Updated: 2 weeks ago
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago