'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো' - বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
A
নৌকাডুবি
B
চোখের বালি
C
যোগাযোগ
D
শেষের কবিতা
উত্তরের বিবরণ
উক্তি “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ উপন্যাস থেকে নেওয়া।
‘যোগাযোগ’ উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
প্রথমে এটি তিন পুরুষ নামের মাসিক পত্রিকায় প্রকাশিত হয়, পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
-
কাহিনির কেন্দ্রবিন্দু হলো নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদন-এর ব্যক্তিত্বের তীব্র বৈপরীত্য।
-
উপন্যাসের সমাপ্তি কুমুদিনীর স্বামীর প্রতি দ্বিধান্বিত সমর্পণে হলেও, তার মধ্যে বিদ্রোহী নারীর রূপ স্পষ্টভাবে দেখা যায়।
অন্যান্য উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের উপন্যাস
-
‘নৌকাডুবি’
-
সামাজিক উপন্যাস।
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকা।
-
কাহিনি ঘিরে আছে জটিল পারিবারিক সম্পর্ক।
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
-
-
‘চোখের বালি’
-
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
-
প্রকাশ: ১৯০৩।
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী।
-
বিনোদিনীর আশা, আকাঙ্খা ও দুঃখ কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
-
-
‘শেষের কবিতা’
-
প্রকাশ: ১৯২৯ (প্রবাসী পত্রিকায় ১৯২৮ সালে)।
-
ভাষার সৌন্দর্য ও কবিত্বের দীপ্তির জন্য স্বতন্ত্র।
-
প্রধান চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
-
রবীন্দ্রনাথ ঠাকুর সংক্ষিপ্ত পরিচিতি
-
জন্ম: ১৮৬১, কলকাতা, জোড়াসাঁকোর ধনাঢ্য পিরালী ব্রাহ্মণ পরিবার।
-
বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক।
-
প্রথম লেখা উপন্যাস: করুণা, প্রথম প্রকাশিত উপন্যাস: বৌঠাকুরানীর হাট।
-
বিখ্যাত উপন্যাস: ঘরে-বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, দুই বোন, মালঞ্চ, গোরা, রাজর্ষি, চার অধ্যায়।
উৎস: যোগাযোগ উপন্যাস, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?
Created: 1 month ago
A
আমন্ত্রণপত্র
B
মানপত্ৰ
C
নিমন্ত্রণপত্র
D
স্মারক পত্র
মানপত্র হচ্ছে এক ধরনের অভিনন্দন বা সংবর্ধনা পত্র। মানপত্র হচ্ছে সম্মান বা শ্রদ্ধাজ্ঞাপন সূচক অভিনন্দন পত্র। বিভিন্ন ধরনের পত্রের মধ্যে মানপত্র বা অভিনন্দনপত্র একটি। প্রশংসাপত্র ও একধরনেরর মানপত্র।

0
Updated: 1 month ago
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'—এই মনােবাঞ্ছাটি কার?
Created: 1 month ago
A
ভবানন্দের
B
ভাঁড়ুদত্তের
C
ঈশ্বরী পাটুনীর
D
ফুল্লরার
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” উক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের অমর প্রার্থনা, যা করে ঈশ্বরী পাটনী।
এই প্রার্থনাটি ঘটে যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে যান এবং ঈশ্বরী পাটনীকে অনুরোধ জানান।
-
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা: ভারতচন্দ্র রায়গুণাকর, আঠারো শতকের বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি।
-
কাব্যের রচনা: রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচিত।
-
অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ড:
১. অন্নদামঙ্গল
২. বিদ্যাসুন্দর
৩. ভবানন্দ-মানসিংহ কাহিনী

0
Updated: 1 month ago
কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
Created: 1 month ago
A
অজানা
B
দোতলা
C
আশীবিষ
D
কানাকানি
বহুব্রীহি সমাস এবং ব্যতিহার বহুব্রীহি
১. বহুব্রীহি সমাস:
যে সমাসে কোনো পদ (পূর্বপদ বা পরপদ) সরাসরি অর্থ প্রকাশ করে না, বরং মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
উদাহরণ:
-
বউভাত → বউ + ভাত; এখানে সরাসরি বউ বা ভাত নয়, বরং একটি বিশেষ অনুষ্ঠান বোঝানো হয়েছে যেখানে বউ ভাত পরিবেশন করে।
২. ব্যতিহার বহুব্রীহি:
যে সমাসে দুটি পদ একে অপরের ক্রিয়ায় বিশেষ অবস্থা বা ক্রিয়া প্রকাশ করে, তাকে ব্যতিহার বহুব্রীহি বলা হয়।
উদাহরণ:
-
হাতাহাতি → হাতে + হাতে; একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সংঘটিত যুদ্ধে ব্যবহৃত হয়।
-
কানাকানি → কানে + কানে; গোপনে কথোপকথন বোঝায়।
-
গলাগলি → গলায় + গলায়; ঘনিষ্ঠ বা সম্মিলিত মিলনের অবস্থা বোঝায়।
-
লাঠালাঠি → লাঠিতে + লাঠিতে; লাঠির সংঘর্ষ বা মারামারির অর্থ প্রকাশ করে।
-
হাসাহাসি → হাসতে + হাসতে; পরস্পরের সঙ্গে হাসির ক্রিয়া বোঝায়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago