A
সত্যায়িত
B
প্রত্যয়িত
C
সত্যায়ন
D
সংলগ্ন/সংলাগ
উত্তরের বিবরণ
‘Attested’ এর বাংলা পরিভাষা: সত্যায়িত।
এছাড়া সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Certified – প্রত্যয়িত
-
Attestation – সত্যায়ন / প্রত্যয়ন
-
Attached – সংলগ্ন
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
সহজভাবে বলা যায়, যখন কোনো কাগজপত্র বা নথি “attested” হয়, তখন সেটি সত্যায়িত হয়েছে—অর্থাৎ সত্যতা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, “certified” মানে হলো কোনো কাগজপত্রের জন্য প্রত্যয়ন বা স্বীকৃতি প্রদান, আর “attached” হলো কোনো কাগজপত্রের সঙ্গে সংলগ্নভাবে যুক্ত থাকা।

0
Updated: 1 day ago
২২) 'Demography' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 weeks ago
A
পরতন্ত্র
B
জনতত্ত্ব
C
রাজতন্ত্র
D
স্বতন্ত্র
প্রশাসনিক ও সাধারণ পরিভাষা
-
Demography → জনতত্ত্ব
-
Subservient / Obedient → পরতন্ত্র
-
Monarchy → রাজতন্ত্র
-
Independent → স্বতন্ত্র
উৎস:
-
বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 2 weeks ago
সমাস ভাষাকে -
Created: 3 months ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
ভাষারূপ ক্ষুন্ন করে
D
অর্থবোধক করে
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
Transparency শব্দের বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
যথার্থতা
B
নির্ভরযোগ্যতা
C
স্বচ্ছতা
D
দুর্নীতিদমন
Transparency শব্দটির বাংলা অর্থ হলো "স্বচ্ছতা"।
এছাড়াও এই শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত ও গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ ও তাদের সহজ বাংলা মানে নিচে দেওয়া হলো:
-
Accuracy – নির্ভুলতা, সঠিকতা বা যথাযথতা।
-
Precision – স্পষ্টতা বা নিখুঁতভাবে প্রকাশ করা।
-
Anti-corruption – দুর্নীতি প্রতিরোধ বা দমন।
-
Reliable – যাকে ভরসা করা যায়, বিশ্বাসযোগ্য।
-
Reliability – নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা।
আরও কিছু দরকারি ইংরেজি পরিভাষা ও তাদের বাংলা অর্থ:
-
Invoice – পণ্য বা সেবার চালান বা প্রেরণপত্র।
-
Equation – গণিতে ব্যবহৃত সমীকরণ।
-
Edition – বই বা প্রকাশনার সংস্করণ।
-
Appendix – বইয়ের শেষে থাকা পরিশিষ্ট বা অতিরিক্ত অংশ।
-
Memorandum – সরকারি বা দাপ্তরিক কাজে ব্যবহৃত স্মারকলিপি।
উৎস: বাংলা একাডেমি প্রকাশিত প্রশাসনিক পরিভাষা।

0
Updated: 1 month ago