'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বোঝায়-
A
টিকটিকি
B
তেলেপোকা
C
উইপোকা
D
মাকড়সা
উত্তরের বিবরণ
ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়- মাকড়সা।
--------------
• ঊর্ণনাভ, ঊর্ণনাভি ( বিশেষ্য) শব্দ:
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - [√ঊর্ণ+অহমিয়া(অচ্) ]- [ঊর্ণ+নাভি; বহুব্রীহি সমাস]।
• শব্দের অর্থ:
- মাকড়সা ( ঊর্ণনাভ জাল বুনে চলে- আহসান হাবীব)।
• আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
অক্ষিব- সামুদ্রিক লবণ,
অকিঞ্চন- নিঃস,
অনিল- বাতাস,
অনূক- মূত্রস্থলী,
অনূপ- জলাশয়,
অনর্ঘ- অতি দামি,
ইনাম- পুরস্কার।
উৎস: বাংলা একাডেমি অভিগম্য অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে?
Created: 1 month ago
A
শ্রীচৈতন্যদেব
B
কাহ্নপা
C
বিদ্যাপতি
D
রামকৃষ্ণ পরমহংসদেব
শ্রীচৈতন্যদেবের জীবনী ও বাংলায় জীবনী সাহিত্য
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনী সাহিত্য শুরু হয়। চৈতন্যদেবের প্রথম জীবনী লেখক হিসেবে খ্যাত মুরারি গুপ্ত।
তিনি ‘শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম’ নামক কাব্য রচনা করেন, যা ‘মুরারি গুপ্তের কড়চা’ নামে পরিচিত। এটি মূলত সংস্কৃত ভাষায় রচিত।
বাংলায় চৈতন্যদেবের জীবনী
-
বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ রচনা করেন বৃদ্ধাবন দাস। গ্রন্থের নাম: চৈতন্য-ভাগবত।
-
দ্বিতীয় জীবনীগ্রন্থ রচনা করেন লোচন দাস, নাম: চৈতন্য-চরিতামৃত।
-
তথ্যের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ এবং অনন্য জীবনী রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, নাম: চৈতন্য-চরিতামৃত।
সূত্র:বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
Created: 1 month ago
A
গ্রামবার্তা
B
বঙ্গদর্শন
C
মাসিক পত্রিকা
D
সংবাদ প্রভাকর
১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) কর্তৃক ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়। বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা।

0
Updated: 1 month ago
বাগযন্ত্রের অংশ নয়-
Created: 1 month ago
A
দাঁত
B
তালু
C
কান
D
নাক
উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট, ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

0
Updated: 1 month ago