A
কারক
B
লিখিত
C
বেদনা
D
খেলনা
উত্তরের বিবরণ
বাংলা ও সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ
বাংলায় কৃৎ-প্রত্যয় যুক্ত শব্দ:
-
খেলোনা = √খেল + অনা
সংস্কৃত কৃৎ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ:
-
কারক = √কৃ + অক
-
লিখিত = √লিখ + ত
-
বেদনা = √বিদ + অন + আ
উৎস:
উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 day ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 month ago
‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 day ago
A
শ্রবণ+অ
B
√শ্রী + অন
C
√শ্ৰু + অন
D
√শ্রব + অন
অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন (কৃৎ প্রত্যয়)

0
Updated: 1 day ago
'কাব্য' - শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Created: 2 days ago
A
অ
B
য
C
য্য
D
ষ্ণ
তদ্ধিত ‘য’ প্রত্যয়
নিয়ম:
যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় যুক্ত হয়, তখন প্রাতিপদিকের অ, আ, ই, ঈ ইত্যাদি স্বরধ্বনি লোপ পায়।
উদাহরণ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 days ago