A
কর্মকর্তৃবাচ্য
B
কর্তৃবাচ্য
C
ভাববাচ্য
D
কর্মবাচ্য
উত্তরের বিবরণ
কর্তৃবাচ্য
যে সকল বাক্যে কর্তা প্রধান হয়ে থাকে এবং ক্রিয়াপদ কর্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, সেই বাক্যকে কর্তৃবাচ্য বলা হয়। এ ধরনের বাক্যে ক্রিয়াপদ সর্বদা কর্তার অনুসরণে রূপ নেয়। কর্তৃবাচ্যে কর্তা সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তিতে এবং কর্ম দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তিতে প্রকাশ পায়।
উদাহরণ:
-
শিক্ষক ছাত্রদের পড়ান।
-
রোগী পথ্য সেবন করে।
-
ছাত্ররা অঙ্ক করছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)

0
Updated: 2 months ago