কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
সাইগ্রাস
D
মরিসাস
উত্তরের বিবরণ
কমনওয়েলথ এবং রাজতন্ত্রভুক্ত দেশসমূহ
কমনওয়েলথ একটি রাজনৈতিক জোট, যা মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৬টি। এই জোটের সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মার্লবোরো হাউসে। বর্তমানে কমনওয়েলথের প্রধান হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
বাংলাদেশ ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথে যোগদান করে।
ব্রিটেনের রাজা ও কমনওয়েলথ রাজতন্ত্রভুক্ত দেশসমূহ
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই তার জ্যেষ্ঠ পুত্র রাজা তৃতীয় চার্লস সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি কেবল যুক্তরাজ্যেরই নয়, বরং কমনওয়েলথভুক্ত ১৫টি দেশেরও রাষ্ট্রপ্রধান। এসব দেশ স্বাধীন হলেও তারা এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে।
এই ১৫টি দেশ হলো:
১. যুক্তরাজ্য
২. অস্ট্রেলিয়া
৩. কানাডা
৪. নিউজিল্যান্ড
৫. পাপুয়া নিউ গিনি
৬. টুভালু
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. জ্যামাইকা
৯. বেলিজ
১০. বাহামা
১১. গ্রেনাডা
১২. অ্যান্টিগা ও বারবুডা
১৩. সেন্ট লুসিয়া
১৪. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস
১৫. সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস
এই দেশগুলো সাংবিধানিকভাবে ব্রিটেনের রাজাকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে, যদিও তাদের নিজস্ব স্বায়ত্তশাসন এবং সরকার রয়েছে।
তথ্যসূত্র:
i) Commonwealth অফিসিয়াল ওয়েবসাইট
ii) The Royal Family ওয়েবসাইট
অপশনে দ্বৈত উত্তর রয়েছে
0
Updated: 5 months ago
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
জাপান
B
চীন
C
ভারত
D
দক্ষিণ কোরিয়া
ভোলা জেলার দক্ষিণাঞ্চলে একটি নতুন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে বাস্তবায়িত হবে।
-
অর্থনৈতিক এলাকার নাম: ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন
-
নির্মাণ প্রতিষ্ঠান: চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
-
অনুমোদন: প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে
-
প্রকল্পের ব্যয়: প্রায় ১০০ কোটি ডলার
-
শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা: পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি
-
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা: পরিপূর্ণভাবে চালু হলে প্রায় এক লাখ লোকের জন্য কাজের সুযোগ
অতিরিক্তভাবে বলা যায়, এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয় শিল্প ও অর্থনীতিকে উত্সাহিত করা এবং দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
0
Updated: 1 month ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]
0
Updated: 2 months ago
বর্তমানে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
ভারত
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশসমূহ (GDP অনুযায়ী)
-
তালিকায় জাপান রাখা হয়নি, যদিও এটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ।
-
বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি।
শীর্ষ ৫ দেশের তালিকা:
-
চীন: ১৮,৯৬,৫০০ কোটি ডলার (১৮.৯৬ ট্রিলিয়ন)
-
ভারত: ৩,৯১,১৪০ কোটি ডলার (৩.৯১ ট্রিলিয়ন)
-
দক্ষিণ কোরিয়া: ১,৮৬,৯৫০ কোটি ডলার (১.৮৭ ট্রিলিয়ন)
-
ইন্দোনেশিয়া: ১,৩৯,৬৩০ কোটি ডলার (১.৪০ ট্রিলিয়ন)
-
তাইপে: ৭৯,৫৯০ কোটি ডলার (০.৮০ ট্রিলিয়ন)
0
Updated: 1 month ago