'Attested'- এর বাংলা পরিভাষা কোনটি?
A
সত্যায়িত
B
প্রত্যয়িত
C
সত্যায়ন
D
সংলগ্ন/সংলাগ
উত্তরের বিবরণ
‘Attested’ এর বাংলা পরিভাষা: সত্যায়িত।
এছাড়া সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Certified – প্রত্যয়িত
-
Attestation – সত্যায়ন / প্রত্যয়ন
-
Attached – সংলগ্ন
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
সহজভাবে বলা যায়, যখন কোনো কাগজপত্র বা নথি “attested” হয়, তখন সেটি সত্যায়িত হয়েছে—অর্থাৎ সত্যতা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, “certified” মানে হলো কোনো কাগজপত্রের জন্য প্রত্যয়ন বা স্বীকৃতি প্রদান, আর “attached” হলো কোনো কাগজপত্রের সঙ্গে সংলগ্নভাবে যুক্ত থাকা।

0
Updated: 1 month ago
'Navigator' এর বাংলা পরিভাষা -
Created: 1 month ago
A
নৌচালন
B
নীহারিকা
C
নাব্যতা
D
নাবিক
Navigator এর বাংলা পরিভাষা: নাবিক
Navigability: নাব্যতা
Nebula: নীহারিকা
Navigation: নৌচালন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 1 month ago
'Insomnia' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 4 weeks ago
A
অনাহার
B
অনিদ্রা
C
অবসাদ
D
অসাড়তা
‘Insomnia’ এর বাংলা পরিভাষা হলো অনিদ্রা। এটি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শব্দ, যার দ্বারা ঘুম না আসা বা পর্যাপ্ত ঘুমের অভাব বোঝানো হয়। বাংলা একাডেমি প্রদত্ত প্রশাসনিক ও বৈজ্ঞানিক পরিভাষা অনুসারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো—
-
Vigorous Search = জোরদার তল্লাশি
-
Forfeiture = বাজেয়াপ্তকরণ
-
Criminal Liability = ফৌজদারি দায়
-
Analogy = উপমা
-
Constipation = কোষ্ঠকাঠিন্য
-
Epoch = যুগ

0
Updated: 4 weeks ago