A
মালয়েশিয়া
B
মিয়ানমার
C
ভারত
D
থাইল্যান্ড
উত্তরের বিবরণ
মিয়ানমার ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (NLD)
মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। দেশের রাজধানী নেপিদো, মুদ্রা কিয়াট, এবং প্রধান ভাষা বার্মিজ। বর্তমানে দেশের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। সীমান্ত রক্ষার জন্য বর্ডার গার্ড পুলিশ (BGP) কাজ করে, আর দেশের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট।
মিয়ানমারের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘকাল ধরে সামরিক শাসন ছিল। ১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটি জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল। ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে সামরিক বাহিনী নামমাত্র ক্ষমতা বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করে।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (National League for Democracy – NLD) হল মিয়ানমারের প্রধান রাজনৈতিক দল। ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে NLD বিপুল বিজয় লাভ করলেও সামরিক জান্তার কারণে সরকার গঠন করতে পারেনি। পরে, ২০১৫ সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে অং সাং সু চির নেতৃত্বাধীন NLD সরকার গঠন করতে সক্ষম হয়। তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান ঘটে এবং অং সাং সু চির সরকার পতিত হয়।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
Created: 1 day ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জার্মানি
D
ইতালি
২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্র স্বাক্ষর করতে অনড় ছিল।
জি-৭ (G-7) সংক্রান্ত তথ্য:
-
পূর্ণরূপ: Group of Seven।
-
এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় জোট।
-
প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর ১৯৭৫, ফ্রান্সের প্রস্তাবিত উদ্যোগে।
-
বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
-
এদের মধ্যে একমাত্র এশীয় দেশ: জাপান।
-
আগে G-7 এর সদস্য সংখ্যা ৮টি ছিল, কিন্তু ২০১৪ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন (২০২৪, ইতালি):
-
আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল: ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং চীনের বাণিজ্য নীতি।
-
এছাড়া আফ্রিকা এবং ভূমধ্যসাগর অঞ্চলের নিরাপত্তা বিষয়ক বিষয়ও আলোচিত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য দেশগুলোর (জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাজ্য) রাষ্ট্র ও সরকার প্রধানেরা সবুজ প্রযুক্তি ও ন্যায্য ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।
-
সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন বিষয়ক আলোচনা ও হয়েছে।
উৎস: G-7 ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
পিং পং এর অর্থ হচ্ছে:
Created: 3 days ago
A
ভলিবল
B
টেবিল টেনিস
C
বাস্কেট বল
D
লন টেনিস
পিং পং (Ping Pong)
পিং পং হলো টেবিল টেনিসের অন্য নাম। এটি একটি ইনডোর খেলা, যেখানে ছোট ও হালকা বল এবং ছোট ব্যাট ব্যবহার করা হয়।
পিং পং কূটনীতি (Ping Pong Diplomacy)
-
পিং পং কূটনীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ২০ বছরের বৈরি সম্পর্ক শেষ হয়।
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
-
ওই টুর্নামেন্টে মার্কিন টেবিল টেনিস দলকে চীন আমন্ত্রণ জানায়।
-
এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধিদের চীনে প্রথম সফর ছিল।
-
ঐতিহাসিক এই সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়।
-
এর ফলস্বরূপ, ১৯৭২ সালের জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে যান।
-
এর পরই দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
-
এই ঘটনাকে ‘পিং পং কূটনীতি’ নামে পরিচিতি লাভ করে।
-
পিং পং কূটনীতি চীনের জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখযোগ্য: যেহেতু খেলা চীনে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটি বিশেষভাবে চীনের সঙ্গে সম্পর্কিত।
উৎস: Britannica

0
Updated: 3 days ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 3 weeks ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago