২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
A
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
B
প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
C
সবুজ বিশ্ব গড়ে তুলি
D
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
উত্তরের বিবরণ
২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বিশ্বের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়গুলি বিভিন্ন বছর অনুযায়ী আলাদা ছিল। সেগুলো হলো:
-
২০১৮: “প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন” – প্লাস্টিকের অপচয় ও দূষণ কমানো।
-
২০১৯: “Beat Air Pollution” – বায়ু দূষণ রোধের ওপর গুরুত্বারোপ।
-
২০২০: “Time for Nature” – প্রকৃতির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান।
-
২০২১: “Ecosystem Restoration” – ইকোসিস্টেম পুনরুদ্ধার।
-
২০২২: “Only One Earth” – একমাত্র পৃথিবী রক্ষার বার্তা।
-
২০২৩: “Solving Plastic Pollution” – পুনরায় প্লাস্টিক দূষণ মোকাবেলা।
-
২০২৪: “Restore Land, Stop Desertification; Achieve Drought Resilience” – ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে সচেতনতা।
এই তথ্য UNEP (United Nations Environment Programme) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।
0
Updated: 1 month ago
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
UNO
B
NAM
C
GATT
D
ASEAN
জাতিসংঘ (United Nations Organization)
-
জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা।
-
এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫, স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
-
কার্যক্রম শুরু হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ → এ দিনটিই জাতিসংঘ দিবস।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি রাষ্ট্র, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি।
-
সর্বশেষ যোগ দেওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ভাষা
-
দাপ্তরিক ভাষা: ৬টি → ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
-
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফরাসি।
বিশেষ তথ্য
-
স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
-
মূল অঙ্গসংস্থা: ৬টি (সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচার আদালত, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল)।
-
১৯৯৫ সালে জাতিসংঘ তার ৫০ বছর পূর্তি বা গোল্ডেন জুবিলি উদযাপন করে।
উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 1 month ago
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
Created: 2 months ago
A
৫
B
৮
C
৪
D
৭
মন্ট্রিয়াল প্রটোকল সংশোধনী (Amendments)
মন্ট্রিয়াল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করা।
পরবর্তীতে হাইড্রোফ্লোরোক্রোবন (HFCs) নিয়ন্ত্রণের জন্যও প্রটোকল সম্প্রসারিত হয়েছে।
প্রটোকলের আওতায় পার্টিরা প্রতি বছর মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রটোকল “adjust” বা “amend” করা। এখন পর্যন্ত মোট ছয়টি সংশোধনী/Amendment করা হয়েছে। তবে, কিছু উৎসে কয়েকটি সংশোধনী তালিকাভুক্ত না থাকায় সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়।
সংখ্যা ও সংশোধনীর তালিকা (Sources অনুযায়ী):
-
United Nations Environment Programme (UNEP) অনুসারে: প্রটোকল ৬ বার সংশোধন করা হয়েছে, তবে Amendments-এর তালিকায় মাত্র ৫টি উল্লেখ আছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: UNEP – Montreal Protocol Amendments)
-
-
Australian Government – Department of Agriculture, Water and the Environment অনুযায়ী: ৬টি Amendment-এর তালিকা দেওয়া হয়েছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Vienna (1995)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: Australia Environment)
-
যেহেতু উৎসগুলোর মধ্যে তালিকাভুক্ত সংশোধনীর সংখ্যা ভিন্ন, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ৫ বা ৬ দুটোই যৌক্তিক হতে পারে। অধিকাংশ পরীক্ষামূলক প্রশ্নে ৫টি Amendmentকে গ্রহণ করা হয়, কারণ তা UNEP-এর অফিসিয়াল Amendments List অনুযায়ী।
0
Updated: 2 months ago
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-
Created: 2 months ago
A
জাতিপুঞ্জ সৃষ্টি করা
B
অটোমানদের জায়গা দখল করা
C
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
D
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
বেলফোর ঘোষণা (Balfour Declaration)
-
মূল ভাব: প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসস্থল গঠনের সমর্থন জানায়।
-
তারিখ ও প্রেরক: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর একটি চিঠি দেন লর্ড রথচাইল্ডকে, যিনি তখন ব্রিটিশ জায়নিষ্ট ফেডারেশনের সভাপতি ছিলেন।
-
উদ্দেশ্য: ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা আবাসভূমি তৈরি করা।
-
ইতিহাসে প্রভাব:
-
১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
-
১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব অঞ্চলের ভাগ-বন্টনের মাধ্যমে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
-
১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
-
-
উৎস: Britannica, History.com
বেলফোর ঘোষণা ব্রিটেনের পক্ষ থেকে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র স্থাপনের সমর্থনের প্রতীক, যা পরবর্তীতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত।
0
Updated: 2 months ago