১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
A
৫০
B
৫১
C
৪৮
D
৪৯
উত্তরের বিবরণ
জাতিসংঘ (United Nations Organization)
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ (পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করে)
-
বিশেষ তথ্য: পোল্যান্ড সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন না, তবে ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করায় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য।
-
-
বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)
সংক্ষিপ্ত বিবরণ:
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। সনদ কার্যকর হওয়ার মাধ্যমে ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। পোল্যান্ডসহ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
Created: 2 months ago
A
৪ অক্টোবর
B
২৩ অক্টোবর
C
২৯ জুন
D
১১ ফেব্রুয়ারি
বিশ্ব ও আন্তর্জাতিক দিবসসমূহ
-
বিশ্ব প্রাণী দিবস – ৪ অক্টোবর।
বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন দেশে পশু অধিকার ও তাদের কল্যাণের জন্য সচেতনতা বাড়ানো হয়। -
বিশ্ব বন দিবস – ২১ মার্চ।
বনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পালিত হয়। -
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ৩ মে।
সাংবাদিকতার স্বাধীনতা ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার জন্য পালন করা হয়। -
জাতীয় উৎপাদনশীলতা দিবস – ২ অক্টোবর।
দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। -
বিশ্ব নারী দিবস – ৮ মার্চ।
নারী ক্ষমতায়ন, সমতা ও নারীর অধিকারকে সমর্থন জানাতে পালিত হয়। -
বিশ্ব তামাকমুক্ত দিবস – ৩১ মে।
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পালন করা হয়। -
বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল।
পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর সম্পদের সুরক্ষার গুরুত্ব বোঝাতে পালিত হয়। -
বিশ্ব শিক্ষক দিবস – ৫ অক্টোবর।
শিক্ষকের ভূমিকা ও তাদের অবদানের স্বীকৃতি জানাতে পালন করা হয়। -
বিশ্ব তুলা দিবস – ৭ অক্টোবর।
তুলা শিল্প ও এর কৃষকদের অবদানের প্রতি গুরুত্ব আরোপ করতে পালন করা হয়। -
জাতীয় তামাকমুক্ত দিবস – ৯ অক্টোবর।
দেশে তামাকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সচেতন করতে পালিত হয়।
উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com
0
Updated: 1 month ago