A
হোয়াংহো নদীর তীরে
B
ইয়াংসিকিয়াং নদীর তীরে
C
নীলনদের তীরে
D
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
উত্তরের বিবরণ
মেসোপটেমিয়া সভ্যতা (Mesopotamian Civilization)
মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। খ্রিস্টপূর্ব ৪,০০০ সালের দিকে মিশরে নগর সভ্যতা গড়ে উঠার সময় একই সময়ে মেসোপটেমিয়ায়ও নগর সভ্যতার উত্থান ঘটেছিল।
‘মেসোপটেমিয়া’ শব্দটি গ্রিক থেকে এসেছে, যার অর্থ “দুই নদীর মধ্যবর্তী ভূমি।” এটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যে অবস্থিত উর্বর উপত্যকা বোঝাতে ব্যবহৃত হয়। গ্রিক লেখকরা মূলত এই নামকরণ করেছেন।
মেসোপটেমিয়া মূলত দুই ভাগে বিভক্ত ছিল:
-
উত্তর মেসোপটেমিয়া: বর্তমান অ্যাসেরীয় অঞ্চল।
-
দক্ষিণ মেসোপটেমিয়া: মূল মেসোপটেমিয়া অঞ্চল।
আজকের দিনে প্রায় সব অঞ্চল ইরাকের ভেতরে অবস্থিত। তবে সভ্যতার কিছু অংশ সিরিয়া, তুরস্ক, ইরান এবং কুয়েতেও ছিল। মেসোপটেমিয়ার মানুষরা বহু-ঈশ্বরবাদী ধর্মে বিশ্বাস করত।
উৎস: Britannica

0
Updated: 1 day ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 2 weeks ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
পিং পং এর অর্থ হচ্ছে:
Created: 3 days ago
A
ভলিবল
B
টেবিল টেনিস
C
বাস্কেট বল
D
লন টেনিস
পিং পং (Ping Pong)
পিং পং হলো টেবিল টেনিসের অন্য নাম। এটি একটি ইনডোর খেলা, যেখানে ছোট ও হালকা বল এবং ছোট ব্যাট ব্যবহার করা হয়।
পিং পং কূটনীতি (Ping Pong Diplomacy)
-
পিং পং কূটনীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ২০ বছরের বৈরি সম্পর্ক শেষ হয়।
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
-
ওই টুর্নামেন্টে মার্কিন টেবিল টেনিস দলকে চীন আমন্ত্রণ জানায়।
-
এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধিদের চীনে প্রথম সফর ছিল।
-
ঐতিহাসিক এই সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়।
-
এর ফলস্বরূপ, ১৯৭২ সালের জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে যান।
-
এর পরই দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
-
এই ঘটনাকে ‘পিং পং কূটনীতি’ নামে পরিচিতি লাভ করে।
-
পিং পং কূটনীতি চীনের জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখযোগ্য: যেহেতু খেলা চীনে অনুষ্ঠিত হয়েছিল, তাই এটি বিশেষভাবে চীনের সঙ্গে সম্পর্কিত।
উৎস: Britannica

0
Updated: 3 days ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
Created: 1 month ago
A
হ্যারি এস ট্রুম্যান
B
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C
জেমস মনরো
D
তথ্যটি সঠিক নয়
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ছিলেন এক অনন্য নেতা, যিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মোট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। রুজভেল্টের শাসনামলে যুক্তরাষ্ট্র দুটি বিশাল সংকটের মুখোমুখি হয়েছিল—গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ—যে সময়ে তিনি দেশকে নেতৃত্ব দেন।
তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ‘নিউ ডিল’ নীতি, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়। এই কর্মসূচির মাধ্যমে তিনি আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও, ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবারে হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।
রুজভেল্ট ছিলেন ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা, যা ১৯৩০-৪০ এর দশকে লাতিন আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে পূর্বের হস্তক্ষেপমূলক নীতির পরিবর্তে গ্রহণ করা হয়। তার এই নীতি অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব দেয়।
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে রুজভেল্ট প্রথমবারের মতো ‘জাতিসংঘ (United Nations)’ শব্দটি ব্যবহারের মাধ্যমে একটি নতুন বিশ্ব সংস্থার ধারণা উপস্থাপন করেন।
উৎস: Britannica

0
Updated: 1 month ago