A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
উত্তরের বিবরণ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 1 day ago
BRICS এর সদর দপ্তর কোথায়?
Created: 1 week ago
A
সাংহাই
B
মস্কো (ভুল উত্তর)
C
প্রিটোরিয়া
D
নয়াদিল্লী
BRICS
-
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোকে একত্রিত করে।
-
মূল পাঁচটি দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এবং দক্ষিণ আফ্রিকা।
-
সদর দপ্তর নেই।
-
সম্প্রতি BRICS-এর সদস্য সংখ্যা ১০টি দেশে উন্নীত হয়েছে।
-
বর্তমান সদস্য দেশগুলো:
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া। -
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৫তম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
-
উক্ত সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এবং ইথিওপিয়া ২০২৪ সালের জানুয়ারিতে যোগদান করে।
BRICS-এর সদর দপ্তর নেই।
-
সূত্র: BRICS ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
Created: 1 day ago
A
বাহরাইন
B
সংযুক্ত আরব আমিরাত
C
মিশর
D
কুয়েত
৫ জুন ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সংকট:
ছয়টি দেশ—সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন—কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তবে কুয়েত এই সময়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।
উৎস: BBC

0
Updated: 1 day ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
Created: 1 month ago
A
হ্যারি এস ট্রুম্যান
B
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C
জেমস মনরো
D
তথ্যটি সঠিক নয়
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ছিলেন এক অনন্য নেতা, যিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মোট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি চারবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। রুজভেল্টের শাসনামলে যুক্তরাষ্ট্র দুটি বিশাল সংকটের মুখোমুখি হয়েছিল—গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ—যে সময়ে তিনি দেশকে নেতৃত্ব দেন।
তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ‘নিউ ডিল’ নীতি, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়। এই কর্মসূচির মাধ্যমে তিনি আমেরিকার অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও, ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবারে হামলার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।
রুজভেল্ট ছিলেন ‘সৎ প্রতিবেশি নীতি’র প্রবক্তা, যা ১৯৩০-৪০ এর দশকে লাতিন আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে পূর্বের হস্তক্ষেপমূলক নীতির পরিবর্তে গ্রহণ করা হয়। তার এই নীতি অঞ্চলের দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের ওপর গুরুত্ব দেয়।
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে রুজভেল্ট প্রথমবারের মতো ‘জাতিসংঘ (United Nations)’ শব্দটি ব্যবহারের মাধ্যমে একটি নতুন বিশ্ব সংস্থার ধারণা উপস্থাপন করেন।
উৎস: Britannica

0
Updated: 1 month ago