ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
A
মন্টিনিগ্রো
B
লিথুয়ানিয়া
C
আলবেনিয়া
D
সুইডেন
উত্তরের বিবরণ
NATO (ন্যাটো)
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation
-
প্রকৃতি: এটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা।
-
প্রথম সদস্য: ১২টি দেশ
-
বর্তমান সদস্য: ৩২টি দেশ
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট
-
মুসলিম দেশ সদস্য: আলবেনিয়া ও তুরস্ক
-
সর্বশেষ যোগদানকারী (৩২তম): সুইডেন
-
সংযোজনীয় তথ্য:
-
৭ মার্চ ২০২৪-এ সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
-
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে।
-
উৎস: NATO ওয়েবসাইট

0
Updated: 1 month ago
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
Created: 1 month ago
A
বাহরাইন
B
সংযুক্ত আরব আমিরাত
C
মিশর
D
কুয়েত
৫ জুন ২০১৭ সালে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সংকট:
ছয়টি দেশ—সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন—কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তবে কুয়েত এই সময়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।
উৎস: BBC

0
Updated: 1 month ago
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 2 months ago
A
রিচার্ড এম নিক্সন
B
জন এফ কেনেডি
C
লিন্ডন বেইনস জনসন
D
হ্যারি এস ট্রুম্যান
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট
কিউবার ক্ষেপণাস্ত্র সংকতিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঘটে যাওয়া একটি গম্ভীর ৩৫ দিনের সংঘর্ষ, যা বিশ্বব্যাপী একটি বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বিস্তারের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের কারণে কিউবায় সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পায়।
১৯৬২ সালের অক্টোবর মাসে এই সংকট বিশেষ মাত্রা লাভ করে। যুক্তরাষ্ট্র তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইতালি ও তুরস্কে স্থাপনের জবাবে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে।
ফ্লোরিডার উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেয়।
এই পরিস্থিতিতে, ১৯৬২ সালের ২২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার প্রতি নৌ অবরোধ ঘোষণা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই সংকটের ফলে ল্যাটিন আমেরিকার সমগ্র অঞ্চল যুদ্ধের উত্তেজনায় ধরা দেয় এবং বিশ্ব রাজনীতিতে একটি গুরুতর সংকট তৈরি হয়।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হিসেবে পরিচিত এই ঘটনা শীতল যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তোলে এবং পারমাণবিক সংঘাতের সম্ভাবনাকে প্রায় বাস্তব আকার দেয়।
উৎস: Britannica.

0
Updated: 2 months ago
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
Created: 2 months ago
A
রাশিয়া
B
ব্রাজিল
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩ ও সম্প্রসারণের তথ্য
ব্রিকস (BRICS) হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের কোনো স্থায়ী সদর দপ্তর নেই।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন (২০২৩):
-
অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
-
এটি ছিল জোটের ধারাবাহিক বৈঠকের অংশ।
নতুন সদস্য সংযোজন:
-
সম্মেলনে তিনটি মহাদেশের ছয়টি দেশকে ব্রিকস-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
-
দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা।
-
এই দেশগুলো ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হবে।
-
মূল পাঁচটি দেশ মনে করছে যে এই ছয়টি দেশ বর্তমান সময়ে যোগদানের যোগ্য।
তথ্যসূত্র: প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩

0
Updated: 2 months ago