বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
A
লিসবন
B
কনস্টান্টিনোপল
C
প্যারিস
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine Empire)
-
বাইজেন্টাইন সাম্রাজ্য প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
-
১৫শ শতকে অটোমান তুর্কি আক্রমণের ফলে এটি ধ্বংসের মুখে পড়ে।
-
রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল, তুরস্ক নামে পরিচিত।
-
সাম্রাজ্যটির অঞ্চল বিস্তৃত ছিল ভূমধ্যসাগরের চারপাশের দেশগুলোতে, যেমন: ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
রোম ও রোমান সাম্রাজ্য সম্পর্কিত তথ্য:
-
খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে রোম নগরী স্থাপিত হয় টাইবার নদীর তীরে, প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই রোমুলাস ও রেমাস।
-
প্রথমে রোম ছিল একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
খ্রিস্টীয় গ্রিক সভ্যতার পতনের (৪৭৬ খ্রিস্টাব্দ) পর, রোম পুরো ইতালি ও ভূমধ্যসাগরীয় অঞ্চল দখল করে বৃহৎ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
কনস্টান্টিনোপলের গুরুত্ব:
-
রোমান সম্রাট কনস্টান্টাইন কৃষ্ণসাগরের তীরে বাইজান্টিয়াম নামে একটি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।
-
শহরটির নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টান্টাইনের নামানুসারে।
উৎস: History.com

0
Updated: 1 month ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 2 months ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 months ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
১৫ অক্টোবর
C
১৫ নভেম্বর
D
১৫ ডিসেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিবসের ঘোষণা দেয় এবং তারপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর তা পালিত হচ্ছে।
-
১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
-
২০০৭ সাল – জাতিসংঘ দিবসটির ঘোষণা দেয়
-
উদ্দেশ্য – গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা
-
আয়োজক – জাতিসংঘ সাধারণ পরিষদ
অন্যদিকে আরও কিছু দিবস একই মাসের ভিন্ন তারিখে পালিত হয়।
-
১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস
-
১৫ নভেম্বর – আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস

0
Updated: 1 month ago
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
লন্ডন
B
নিউইয়র্ক
C
প্যারিস
D
ভিয়েনা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
-
সংস্থার সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য-এ অবস্থিত।
-
সংস্থার বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ফ্রান্সের নাগরিক।
-
অ্যাগনেস ক্যালামার্ডকে ২০২১ সালে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে।
উৎস: Amnesty International ওয়েবসাইট।

0
Updated: 2 months ago