৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে -
A
ইউএমএনও
B
বারিসান ন্যাশনাল
C
পার্টি পেরিকাতান
D
পাকাতান-হারুপান
উত্তরের বিবরণ
মাহাথির মোহাম্মদ
ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে আসেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পাঁচবার ধারাবাহিকভাবে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। দীর্ঘ সময়ের অবসরের পর, ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন।
রাজনীতিতে যাত্রা:
মাহাথির মোহাম্মদ ২১ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO) বা সংক্ষেপে আমনো-তে যোগ দেন। তখন তিনি ডাক্তারি পেশায় কর্মরত ছিলেন এবং নিজ এলাকায় সাত বছর ধরে চিকিৎসা করতেন। ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, কিন্তু ১৯৬৯ সালে তিনি আসন হারান এবং দল থেকে বরখাস্ত হন।
প্রধানমন্ত্রী হিসেবে কর্মকাণ্ড:
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৮০-এর দশকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক রূপান্তরে তার অবদান বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রাজনৈতিক জোট ছিল পাকাতান হারাপান।
শেষ পদত্যাগ:
ফেব্রুয়ারি ২০২০ সালে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মোট ২৪ বছর তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং মালয়েশিয়ার রাজনীতিতে তাকে প্রায়শই 'টাইটানিক' হিসেবে সম্বোধন করা হয়।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
বন
D
প্যারিস
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
ইউরোপীয় ইউনিয়ন বা EU হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
-
এটি গঠিত হয়েছে ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
-
এর প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলস শহরে।
-
শুরুতে এই জোটে ছিল ৬টি দেশ।
-
বর্তমানে EU-ভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
EU-এর একক মুদ্রার নাম ইউরো।
-
ইউরো মুদ্রার ধারণা দিয়েছিলেন অর্থনীতিবিদ রবার্ট মুন্ডেল।
-
ইউরো চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
-
EU দেশগুলোর সীমান্ত রক্ষার জন্য একটি বাহিনী রয়েছে, যার নাম FRONTEX।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'COP' এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
Conference of the Protocol
B
Conference of the Parties
C
Committee of Operations and Planning
D
Conference of the Party
কপ সম্মেলন বা Cop Conference হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো Climate Action এবং জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা তৈরি ও সমন্বয় করা।
-
COP-এর পূর্ণরূপ হলো Conference of the Parties।
-
জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা সম্মেলন বা UNFCCC কার্যকর হয় ১৯৯৪ সালে।
-
প্রথম COP-1 অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
-
UNFCCC-এর সদস্য দেশসমূহ এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
-
COP-30 অনুষ্ঠিত হবে ২০২৫ সালে ব্রাজিলে।
-
এই সম্মেলনের জন্য জাতিসংঘ আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে নির্বাচন করেছে।

0
Updated: 2 weeks ago
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
Created: 1 month ago
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উইঘুর জাতি
উইঘুররা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
অন্যান্য উল্লেখযোগ্য জাতি ও উপজাতি:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের ইরানি বংশোদ্ভুত জাতি। দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় বসবাস।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জাতি।
-
তাতার: তুর্কি বংশোদ্ভুত উপজাতি, মূলত ইউরোপ ও এশিয়ায় বাস।
-
কারেন: মিয়ানমারের সীমান্তবর্তী স্বাধীনতাকামী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
-
টোডা: দক্ষিণ ভারতের উপজাতি, যারা বহুস্বামী বিবাহ প্রথা মেনে চলে।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতি।
-
এক্সিমো: সাইবেরিয়া, রাশিয়ায় বসবাসকারী উপজাতি, কুকুরচালিত স্লেজ ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকৃতির উপজাতি।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগণ।
-
আফ্রিদি: পাকিস্তান ও আফগানিস্তানে বসবাসকারী পশতুন নৃগোষ্ঠী।
উৎস: Britannica

0
Updated: 1 month ago