আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
A
প্রাচীন গ্রীস সময়কাল
B
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
C
১৬০০-১৮০০ সাল
D
প্রাচীন রোম সময়কাল
উত্তরের বিবরণ
আধুনিক রাষ্ট্রব্যবস্থা
নিকোলো ম্যাকিয়াভেলী (১৪৬৯–১৫২৭) আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম পুরোধা। তিনি ইতালির ফ্লোরেন্স শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন উত্থান-পতনের মধ্যে, তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দি প্রিন্স’ (১৫৩২) রচনা করেন,
যা আধুনিক রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলোকে সংক্ষেপে উপস্থাপন করে। এছাড়া তাঁর অন্যান্য রাজনৈতিক রচনার মধ্যে ‘ডিসকোর্স’ এবং ‘দি আর্ট অব ওয়ার’ উল্লেখযোগ্য।
ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার প্রভাব:
-
ইতালির রাজনৈতিক পরিস্থিতি: তখনকার সময় ইতালি ভিন্ন খণ্ডে বিভক্ত এবং রাজনৈতিকভাবে দুর্বল ছিল। ম্যাকিয়াভেলী জাতীয় চেতনায় দেশকে একত্রিত করতে এবং একটি শক্তিশালী শাসন ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
-
রেনেসাঁর প্রভাব: নবজাগরণের সময়ে জন্ম নেওয়া ম্যাকিয়াভেলী রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় ও নৈতিকতার সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বাস্তবসম্মত ও পৃথিবীবান্ধব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেন।
আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যান্য তাত্ত্বিকরা: ম্যাকিয়াভেলীর পাশাপাশি থমাস হব্স, জন লক, জঁ বেদিন প্রমুখও আধুনিক রাষ্ট্র কাঠামোর তাত্ত্বিক উন্নয়ন ঘটান।
ইতিহাসে প্রেক্ষাপট:
১৬০০–১৮০০ সাল ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে রেনেসাঁর ছোঁয়া সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও রাষ্ট্রচিন্তা সহ সবক্ষেত্রে পরিবর্তন আনে। সামন্ততান্ত্রিক কাঠামোর সঙ্গে সংঘাত এবং সামাজিক পরিবর্তনের ফলে আধুনিক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, SSHL, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
আবুজা
B
তেহরান
C
ইস্তাম্বুল
D
ঢাকা
D-8 বা Developing Eight একটি আন্তর্জাতিক সংস্থা যা মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছে। এ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে এবং আজও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
পূর্ণরূপ: Developing Eight
-
গঠনের উদ্দেশ্য: মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭ (Istanbul Declaration এর মাধ্যমে)
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
সদস্য সংখ্যা: ৮টি দেশ
-
সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
-
বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়
-
দশম শীর্ষ সম্মেলন: ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়
উল্লেখযোগ্যভাবে, D-8-এর সদস্য রাষ্ট্রগুলো এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অঞ্চলকে প্রতিনিধিত্ব করে।

0
Updated: 1 month ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
১৫ অক্টোবর
C
১৫ নভেম্বর
D
১৫ ডিসেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিবসের ঘোষণা দেয় এবং তারপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর তা পালিত হচ্ছে।
-
১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
-
২০০৭ সাল – জাতিসংঘ দিবসটির ঘোষণা দেয়
-
উদ্দেশ্য – গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা
-
আয়োজক – জাতিসংঘ সাধারণ পরিষদ
অন্যদিকে আরও কিছু দিবস একই মাসের ভিন্ন তারিখে পালিত হয়।
-
১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস
-
১৫ নভেম্বর – আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস

0
Updated: 1 month ago
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
জেনেভা
B
প্যারিস
C
গ্লাসগো
D
ব্রাসেলস
কপ সম্মেলনের আয়োজনের স্থান ও তারিখসমূহ: কপ (COP) সম্মেলনগুলি জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও চুক্তি প্রণয়নের জন্য অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সময়সূচি ও আয়োজনের স্থান নিম্নরূপ:
-
কপ-২৬: অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, স্কটল্যান্ড, ৩১ অক্টোবর – ১২ নভেম্বর, ২০২১।
-
কপ-২৭: অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর, ২০২২ সালে।
-
কপ-২৮: অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত, ২০২৩ সালে।

0
Updated: 1 month ago