ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A
ইস্টানা আইল্যান্ড
B
সেনার আয়ল্যান্ড
C
ম্যারিনা বে
D
সেন্তোসা
উত্তরের বিবরণ
২০১৮ সালে অনুষ্ঠিত উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন, যাকে সাধারণভাবে সিঙ্গাপুর সামিট বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই শীর্ষ সম্মেলনটি ১২ জুন ২০১৮ তারিখে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল, সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।
উৎস: BBC

0
Updated: 1 month ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 1 month ago
'Elephant Pass' অবস্থিত?
Created: 2 weeks ago
A
থাইল্যান্ড
B
দক্ষিণ আফ্রিকা
C
শ্রীলঙ্কা
D
মালয়শিয়া
'Elephant Pass' শ্রীলঙ্কায় অবস্থিত, যা দেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থানগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে ধরা হাতিগুলোকে এই উপহ্রদ (lagoon) পেরিয়ে জাফনা উপদ্বীপে নেওয়া হতো। পরে এই স্থানটি সেতু (bridge) দ্বারা সংযুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় Elephant Pass।
-
অবস্থান: শ্রীলঙ্কা
-
প্রাথমিক ব্যবহার: শ্রীলঙ্কার বিভিন্ন অংশ থেকে হাতি স্থানান্তর করা
-
পরবর্তীতে উন্নয়ন: উপহ্রদ পার হয়ে সেতু নির্মাণ
-
উল্লেখযোগ্য নাম: Elephant Pass

0
Updated: 2 weeks ago
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 month ago
A
৯
B
১২
C
১৩
D
১৪
উড্রো উইলসনের ১৪ দফা ও জাতিসংঘের ভিত্তি
উড্রো উইলসন
-
উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।
-
১৯১৮ সালের ৮ জানুয়ারি, তিনি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠা এবং ইউরোপে স্থায়ী স্থিতিশীলতার জন্য একটি বক্তৃতা দেন।
-
এই বক্তৃতায় তিনি ১৪ দফার প্রস্তাবনা উপস্থাপন করেন।
-
এর ১৪ নং দফায় তিনি একটি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ জাতিসংঘ বা লীগ অব নেশনস (League of Nations) গঠনের আহ্বান জানান, যা বিশ্বে শান্তি ও সহযোগিতা নিশ্চিত করবে।
লীগ অব নেশনস (League of Nations):
-
এটি প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
-
১৯২০ সালের ১০ জানুয়ারি, প্যারিস শান্তি সম্মেলনে গঠন করা হয়।
-
প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
-
উদ্যোক্তা: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মূল লক্ষ্য:
-
সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা।
-
একে অপরকে আক্রমণ থেকে বিরত রাখা।
-
কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা হলে সম্মিলিতভাবে সহায়তা করা।
-
সংখ্যালঘু সমস্যার সমাধান ও ম্যান্ডেট বিষয়ক আলোচনা।
-
সংগঠন ও কার্যক্রম:
-
দুটি মূল অঙ্গ: কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
-
শক্তিশালী ৫ রাষ্ট্রের সদস্য: ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান।
-
পাশাপাশি ৪টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
-
১৯৩০-এর দশকে বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হওয়ার পর, সাংগঠনিক দুর্বলতার কারণে এটি ২০ এপ্রিল ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago