A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রী
D
সচিব
উত্তরের বিবরণ
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
দ্বিতীয় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে। প্রধানমন্ত্রী নিজে ও তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে অন্যান্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে।
-
প্রধানমন্ত্রী সরাসরি বা তাঁর নির্দেশে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন।
-
মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে।
-
সরকারের সব নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত বলে গণ্য হবে।
-
রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ বা চুক্তি কীভাবে স্বাক্ষরিত বা সত্যায়িত হবে, তা রাষ্ট্রপতি নিজেই বিধি দ্বারা নির্ধারণ করবেন। এসব আদেশ বা চুক্তি আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না, যদি তা যথাযথভাবে স্বাক্ষরিত বা প্রমাণীকৃত হয়।
-
রাষ্ট্রপতি সরকারি কাজের বিভাগ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করবেন।
তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 day ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
Created: 1 week ago
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 week ago
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
পূর্ব জার্মানি
C
স্পেন
D
গ্রিস
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান
-
৬ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত।
-
১১ জানুয়ারি ১৯৭২: বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
১২ জানুয়ারি ১৯৭২: পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
৪ ফেব্রুয়ারি ১৯৭২: যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
১৪ ফেব্রুয়ারি ১৯৭২: ফ্রান্স স্বীকৃতি দেয়।
-
১২ মে ১৯৭২: স্পেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস

0
Updated: 1 week ago
বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা-
Created: 2 weeks ago
A
২৫
B
২৬
C
২৭ (ভুল উত্তর)
D
২৮
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট অনুসারে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি।
- প্রায়ই নতুন নতুন বেসরকারি টিভি চ্যানেল সংযুক্ত হওয়ায় সংখ্যাটি সাধারণত পরিবর্তনশীল। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
বেসরকারি টিভি চ্যানেল:
- বাংলাদেশে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বেসরকারি উদ্যোগে টেলিভিশনের সম্প্রচার শুরু হয়েছিল।
- ১৯৭৫ সালের ৬ মার্চ ডিআইটি থেকে টেলিভিশন কেন্দ্র রামপুরার বৃহত্তর পরিমন্ডলে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা চালু হয় ১৯৯৭ সালের ১৫ জুলাই।
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট অনুসারে, বাংলাদেশে বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি।
উৎস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago