২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জার্মানি
D
ইতালি
উত্তরের বিবরণ
২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্র স্বাক্ষর করতে অনড় ছিল।
জি-৭ (G-7) সংক্রান্ত তথ্য:
-
পূর্ণরূপ: Group of Seven।
-
এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় জোট।
-
প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর ১৯৭৫, ফ্রান্সের প্রস্তাবিত উদ্যোগে।
-
বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
-
এদের মধ্যে একমাত্র এশীয় দেশ: জাপান।
-
আগে G-7 এর সদস্য সংখ্যা ৮টি ছিল, কিন্তু ২০১৪ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন (২০২৪, ইতালি):
-
আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল: ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং চীনের বাণিজ্য নীতি।
-
এছাড়া আফ্রিকা এবং ভূমধ্যসাগর অঞ্চলের নিরাপত্তা বিষয়ক বিষয়ও আলোচিত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য দেশগুলোর (জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাজ্য) রাষ্ট্র ও সরকার প্রধানেরা সবুজ প্রযুক্তি ও ন্যায্য ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।
-
সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন বিষয়ক আলোচনা ও হয়েছে।
উৎস: G-7 ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 month ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য (goals) রয়েছে?
Created: 1 month ago
A
১৫
B
১৭
C
২১
D
২৭
আন্তর্জাতিক বিষয়াবলি
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক তথ্য
বিসিএস
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)
২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর, জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDGs) বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গৃহীত হয়। এই SDGs-এর মাধ্যমে বিশ্বকে একটি টেকসই ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
-
মেয়াদকাল: ২০১৬ থেকে ২০৩০
-
বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি ২০১৬
-
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর ২০৩০
-
লক্ষ্যমাত্রা সংখ্যা: ১৭টি
-
টার্গেট সংখ্যা: ১৬৯টি
এসডিজির ১৭টি মূল লক্ষ্য:
১. দারিদ্র্য দূরীকরণ
২. ক্ষুধা নির্মূল
৩. সুস্বাস্থ্য ও সুস্থ জীবন
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি
৮. শোভন কাজ এবং অর্থনৈতিক উন্নয়ন
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন
১০. অসমতা হ্রাস
১১. টেকসই শহর ও সম্প্রদায়
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ
১৪. সমুদ্র ও জলজ জীবনের সংরক্ষণ
১৫. স্থলজ জীবন ও পরিবেশের সুরক্ষা
১৬. শান্তি, ন্যায় ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. লক্ষ্য অর্জনে বৈশ্বিক অংশীদারিত্ব
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 1 month ago
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
Created: 1 month ago
A
প্রাচীন গ্রীস সময়কাল
B
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
C
১৬০০-১৮০০ সাল
D
প্রাচীন রোম সময়কাল
আধুনিক রাষ্ট্রব্যবস্থা
নিকোলো ম্যাকিয়াভেলী (১৪৬৯–১৫২৭) আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম পুরোধা। তিনি ইতালির ফ্লোরেন্স শহরের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন উত্থান-পতনের মধ্যে, তিনি তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দি প্রিন্স’ (১৫৩২) রচনা করেন,
যা আধুনিক রাষ্ট্রচিন্তার মূল বিষয়গুলোকে সংক্ষেপে উপস্থাপন করে। এছাড়া তাঁর অন্যান্য রাজনৈতিক রচনার মধ্যে ‘ডিসকোর্স’ এবং ‘দি আর্ট অব ওয়ার’ উল্লেখযোগ্য।
ম্যাকিয়াভেলীর রাষ্ট্রচিন্তার প্রভাব:
-
ইতালির রাজনৈতিক পরিস্থিতি: তখনকার সময় ইতালি ভিন্ন খণ্ডে বিভক্ত এবং রাজনৈতিকভাবে দুর্বল ছিল। ম্যাকিয়াভেলী জাতীয় চেতনায় দেশকে একত্রিত করতে এবং একটি শক্তিশালী শাসন ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন।
-
রেনেসাঁর প্রভাব: নবজাগরণের সময়ে জন্ম নেওয়া ম্যাকিয়াভেলী রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় ও নৈতিকতার সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বাস্তবসম্মত ও পৃথিবীবান্ধব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেন।
আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যান্য তাত্ত্বিকরা: ম্যাকিয়াভেলীর পাশাপাশি থমাস হব্স, জন লক, জঁ বেদিন প্রমুখও আধুনিক রাষ্ট্র কাঠামোর তাত্ত্বিক উন্নয়ন ঘটান।
ইতিহাসে প্রেক্ষাপট:
১৬০০–১৮০০ সাল ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে রেনেসাঁর ছোঁয়া সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও রাষ্ট্রচিন্তা সহ সবক্ষেত্রে পরিবর্তন আনে। সামন্ততান্ত্রিক কাঠামোর সঙ্গে সংঘাত এবং সামাজিক পরিবর্তনের ফলে আধুনিক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হতে শুরু করে।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, SSHL, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago