স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
A
সতীন সরকার
B
সৈয়দ আলী আহসান
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রহমান
উত্তরের বিবরণ
• স্বাধীনতা পদক:
- ‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
- ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
এখানে,
- কবি শামসুর রহমান ১৯৯১ সালে সাহিত্যে,
- যতীন সরকার শিক্ষায় ২০১০ সালে,
- সৈয়দ আলী আহসান সাহিত্যে- ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
এবং
- সৈয়দ শামসুল হক ২০০০ খ্রিষ্টাব্দে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,
অপশনে ‘সতীন’ –এর স্থলে ‘যতীন’ এবং ‘রহমান’ –এর স্থলে ‘রাহমান’ হবে।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
Bangladesh Institute of Development Studies (BIDS)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 4 weeks ago
A
আগারগাঁও
B
মিরপুর
C
ফার্মগেট
D
সেগুনবাগিচা
BIDS (Bangladesh Institute of Development Studies)
-
পূর্ণরূপ: Bangladesh Institute of Development Studies বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান।
-
প্রকৃতি: এটি একটি স্বায়ত্তশাসিত পাবলিক মাল্টি-ডিসিপ্লিনারি সংস্থা, যা বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের মুখোমুখি উন্নয়ন সমস্যার ওপর নীতি-ভিত্তিক গবেষণা পরিচালনা করে।
-
প্রতিষ্ঠা: জুন, ১৯৪৭ (প্রথমে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা PIDE নামে)।
-
প্রধান কার্যালয়: আগারগাঁও, ঢাকা।
-
ইতিহাস:
-
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের পর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন অর্থনীতি ইনস্টিটিউট (BIDE)।
-
১৯৭৪ সালে সংসদীয় সনদ প্রাপ্তির পর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন ইনস্টিটিউট (BIDS), যা উন্নয়ন গবেষণার বহুমুখী কেন্দ্র হিসেবে প্রতিফলিত।
-
-
লক্ষ্য:
-
নির্ভরযোগ্য গবেষণা পরিচালনা করা।
-
নীতি সংলাপ প্রচার এবং নীতিগত বিকল্প প্রচার করা।
-
তথ্যভিত্তিক নীতি নির্ধারণের জন্য জোট তৈরি করে উন্নয়ন সমাধানে শেখার সুবিধা প্রদান।
-
গবেষণা পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রদান।
-
উন্নয়নমূলক হস্তক্ষেপের মূল্যায়ন করা।
-
বর্তমান অর্থনৈতিক ও সামাজিক সমস্যার উপর বিশ্লেষণাত্মক ও নীতিনির্ধারিত গবেষণা পরিচালনা করা।
-
আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ এবং গবেষণার ফলাফল ও জ্ঞান নীতিনির্ধারণে প্রচার করা।
-

0
Updated: 4 weeks ago
দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ 'UN Water Convention'- এ যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
UN Water Convention এবং বাংলাদেশ
-
যোগদান: ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
বিশেষত্ব: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো।
-
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৯২ সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশন (Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes) আন্তর্জাতিকভাবে সীমান্তবর্তী নদী ও হ্রদের ব্যবস্থাপনা, পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় কাঠামো প্রদান করে।
-
২০০০ সালে এটি কার্যকর হয়।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
২০১২ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে এই কনভেনশনের সঙ্গে যুক্ত।
-
২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত দশম বৈঠকে অংশগ্রহণ করেছে।
-
-
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা।
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
-

0
Updated: 1 month ago
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঈশ্বরদী, পাবনা
B
চাটমোহর, পাবনা
C
ভাঙ্গুড়া, পাবনা
D
সাঁথিয়া, পাবনা
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট:
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- পাকিস্তান আমলে ১৯৫১ সালে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে এ কেন্দ্রটিকে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।
- এ সংস্থাটি ১৯৭৪ সালে ‘‘ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট’’ নামে একটি প্রকল্প প্রণয়ন করে।
- মূলত এ ইন্সটিটিউট হতে দু’ধরনের কাজ সম্পাদিত হয়,
(ক) ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা কৌশল উদ্ভাবন।
(খ) উদ্ভাবিত উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশলসমূহ ইু চাষীদের মধ্যে বিস্তার ঘটানো।

0
Updated: 1 month ago