বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
A
৭টি
B
৮টি
C
৫টি
D
৬টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী তফসিলসমূহ
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল রয়েছে, যা সংবিধানের বিভিন্ন বিশেষ বিধান ও গুরুত্বপূর্ণ নথি উল্লেখ করে। এগুলি হলো:
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর থাকা আইন।
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কিত বিধান (বর্তমানে বিলুপ্ত)।
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণার নিয়ম।
-
চতুর্থ তফসিল: অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান।
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের জাতির উদ্দেশ্য ভাষণ।
-
ষষ্ঠ তফসিল: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
-
সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।
তথ্যসূত্র: [বাংলাদেশের সংবিধান]

0
Updated: 1 month ago
শালবন বিহার কোথায়?
Created: 2 months ago
A
গাজীপুর
B
মধুপুর
C
রাজবাড়ী
D
কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে
শালবন বিহার
শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে খননকৃত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি। এটি কোটবাড়ির বার্ডেরকাছের লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত। বিহারটির নামকরণ হয়েছে আশেপাশের একসময়কার ঘন শাল-গজারি বন থেকে।
ধারণা করা হয়, খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিক থেকে অষ্টম শতাব্দীর শুরুতে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন। শালবন বিহারের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ১৬৭.৭ মিটার। এখানে ঢোকা বা বের হওয়ার একটাই পথ ছিল। বিহারের ভিতরে মোট ১৫৫টি কক্ষ রয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা গ্রহণ ও ধর্মচর্চা করতেন।
প্রত্নতাত্ত্বিক খননের সময় বিহারের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, প্রচুর পোড়া মাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
পূর্ব জার্মানি
C
স্পেন
D
গ্রিস
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান
-
৬ ডিসেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান, এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত।
-
১১ জানুয়ারি ১৯৭২: বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই দিন বুলগেরিয়া চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
১২ জানুয়ারি ১৯৭২: পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
৪ ফেব্রুয়ারি ১৯৭২: যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
-
১৪ ফেব্রুয়ারি ১৯৭২: ফ্রান্স স্বীকৃতি দেয়।
-
১২ মে ১৯৭২: স্পেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, প্রথম আলো, নিউইয়র্ক টাইমস

0
Updated: 1 week ago
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ক) খ) গ) ঘ)
Created: 2 weeks ago
A
চাঁদপুর
B
ফরিদপুর
C
ময়মনসিংহ
D
ভোলা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নের জন্য একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়।
এই ইনস্টিটিউট ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান কার্যালয় ময়মনসিংহ জেলায় অবস্থিত। গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ৫টি কেন্দ্র এবং ৫টি উপকেন্দ্র থেকে পরিচালিত হয়।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আবস্থান: প্রধান কার্যালয় ময়মনসিংহ, সাথে ৫টি কেন্দ্র এবং ৫টি উপকেন্দ্র।
-
আধিপত্য: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৮৪।

0
Updated: 2 weeks ago