প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রী
D
সচিব
উত্তরের বিবরণ
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
দ্বিতীয় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে। প্রধানমন্ত্রী নিজে ও তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে অন্যান্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিসভা গঠিত হবে।
-
প্রধানমন্ত্রী সরাসরি বা তাঁর নির্দেশে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন।
-
মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে।
-
সরকারের সব নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত বলে গণ্য হবে।
-
রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশ বা চুক্তি কীভাবে স্বাক্ষরিত বা সত্যায়িত হবে, তা রাষ্ট্রপতি নিজেই বিধি দ্বারা নির্ধারণ করবেন। এসব আদেশ বা চুক্তি আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না, যদি তা যথাযথভাবে স্বাক্ষরিত বা প্রমাণীকৃত হয়।
-
রাষ্ট্রপতি সরকারি কাজের বিভাগ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করবেন।
তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
Created: 1 month ago
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

0
Updated: 1 month ago
বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
Created: 1 month ago
A
১৯১১ সালে
B
১৯১২ সালে
C
১৯০৮ সালে
D
১৯০৯ সালে
বঙ্গভঙ্গ (১৯০৫)
-
১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা দেওয়া হয় এবং তা কার্যকর হয় ১৫ অক্টোবর থেকে।
-
এটি ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
-
পূর্ববঙ্গের মুসলমান সমাজ একে আশীর্বাদ মনে করে স্বাগত জানায়।
-
কিন্তু হিন্দু সমাজ, বিশেষ করে বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা, একে কোনোভাবেই মেনে নেয়নি।
-
তারা নানা প্রতিবাদ, আন্দোলন ও ষড়যন্ত্র শুরু করে, যা ধীরে ধীরে সহিংস রূপ নেয়।
-
তাদের চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং আবার পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের সাথে একত্রিত করে।
বঙ্গভঙ্গ রদ (১৯১১)
-
১২ ডিসেম্বর ১৯১১ সালে, সম্রাট পঞ্চম জর্জ দিল্লির অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
-
ফলে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আবার একত্রিত করা হয়।
বঙ্গভঙ্গ রদের ফলাফল
-
এর ফলে হিন্দু–মুসলমান সম্পর্কের অবনতি ঘটে এবং সাম্প্রদায়িকতার প্রসার ঘটে।
-
ধর্মভিত্তিক জাতীয়তাবাদ জোরদার হতে শুরু করে।
-
মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও স্বাতন্ত্র্যবোধ বৃদ্ধি পায়।
-
তারা উপলব্ধি করে যে শুধু আপস নয়, বরং সংগ্রামের মাধ্যমেই উন্নতি ও স্বাধীনতা অর্জন সম্ভব।
-
তাই মুসলমান সমাজ তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় আরও সক্রিয় হয়ে ওঠে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Created: 1 month ago
A
২য় শীর্ষ সম্মেলনে
B
৫ম শীর্ষ সম্মেলনে
C
৪র্থ শীর্ষ সম্মেলনে
D
৭ম শীর্ষ সম্মেলনে
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও বাংলাদেশ
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC–এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।
-
এই সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)
-
OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
-
এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে।
-
মূল কারণ ছিল—ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল–আকসা মসজিদে অগ্নিসংযোগ।
সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এই সংগঠনের সদস্য।
-
ইউরোপ মহাদেশ থেকে আলবেনিয়া একমাত্র সদস্য দেশ।
-
সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
-
বর্তমান মহাসচিব হলেন হিসেইন ইব্রাহিম তাহা (১২তম মহাসচিব)।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি ৩ বছর পর পর।
-
প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে।
-
OIC–এর অফিসিয়াল ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফরাসি।
উৎস: ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago