'সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য' কোন সমাস?
A
বহুব্রীহি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব সমাস
D
কর্মধারয় সমাস
উত্তরের বিবরণ
অব্যয়ীভাব সমাস
যে সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত হয়ে সমাস নিষ্পন্ন হয় এবং অব্যয়ের অর্থই মূল প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এই সমাসে মূলত অব্যয়ের অর্থ অনুযায়ী পুরো বাক্যটি গঠিত হয়।
উদাহরণ:
-
‘উৎ’ অর্থে বেলাকে অতিক্রম করেছে = উদ্বেল,
-
শৃঙ্খলাকে অতিক্রম করেছে = উচ্ছৃঙ্খল,
-
সাধ্যের মধ্যে থেকে (সাধ্যকে অতিক্রম না করে) = যথাসাধ্য,
-
ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
‘বীনাপানি’ কোন সমাস?
Created: 2 weeks ago
A
অব্যয়ীভাব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
তৎপুরুষ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 2 weeks ago
'জলে-স্থলে' কী সমাস?
Created: 2 weeks ago
A
সমার্থক দ্বন্দ্ব
B
বিপরীতার্থক দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ্ব
D
একশেষ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
যে দ্বন্দ্ব (যুগলবন্দি) সমাসে কোনো সমস্যা-মূলক পদকে আলাদা করা হয় না, অর্থাৎ কোনাে পদকে ভেঙে দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 2 weeks ago
”মেনিমুখো” কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 1 month ago