(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
A
১৪.৭৯ শতাংশ
B
১৬.০০ শতাংশ
C
১২.০০ শতাংশ
D
১৮.০০ শতাংশ
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী,
জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Created: 1 month ago
A
আয়কর
B
ভূমিকর
C
আমদানি-রপ্তানি শুল্ক
D
মূল্য সংযােজন কর
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসগুলো বিভিন্ন ধরনের কর ও শুল্কের মাধ্যমে সংগৃহীত হয়। এই আয় সরকারকে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা এবং জনসেবায় ব্যবহার করতে সহায়তা করে। প্রধান বিষয়গুলো নিম্নরূপ:
-
মূ্ল্য সংযোজন কর (ভ্যাট) হলো বাংলাদেশের সরকারের আয়ের সবচেয়ে বড় খাত।
-
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT – Value Added Tax) চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর, যা পণ্য ও সেবার ক্রয়ের সময় গ্রাহক থেকে আদায় করা হয়।
-
ভ্যাট থেকে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় সংগৃহীত হয়।
-
দ্বিতীয় প্রধান রাজস্ব উৎস হলো আয়কর, যা সরাসরি নাগরিক ও ব্যবসায়ীদের আয় থেকে আদায় করা হয়।
-
তৃতীয় প্রধান উৎস হলো সম্পূরক শুল্ক।
-
চতুর্থ প্রধান উৎস হলো আমদানি শুল্ক, যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত হয়।

0
Updated: 1 month ago
বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে-
Created: 1 month ago
A
ফিনল্যান্ডে
B
ডেনমার্কে
C
নরওয়েতে
D
সুইডেনে
জাহাজ রপ্তানি: বাংলাদেশ
বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে, যখন ঢাকার আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কের জন্য ছোট আকারের “স্টেলা মরিস” জাহাজ রপ্তানি করে। প্রতিষ্ঠানটি সেই বছর ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ “স্টেলা মেরিস” রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রপ্তানির নতুন পথ উন্মুক্ত করে এবং দেশটিকে জাহাজ রপ্তানিকারক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি দেয়।
বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে বিবেচিত। এর পর চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জার্মানির গ্রোনা শিপিং কোম্পানি থেকে ৮৫ মিলিয়ন ডলারের জন্য ৮টি জাহাজ নির্মাণের অর্ডার পায়।
বাংলাদেশে নির্মিত জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ও উচ্চ গতিসম্পন্ন জাহাজ হলো ‘এনজিয়ান’, যা জার্মান ক্রেতা প্রতিষ্ঠান জার্মান কমরোসকি মারিটিম জিএমবিএইচ-এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
উৎস: আনন্দ শিপইয়ার্ড ওয়েবসাইট, বাংলাপিডিয়া, দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

0
Updated: 1 month ago
'জীবনঢুলী' কি?
Created: 2 months ago
A
একটি উপন্যাসের নাম
B
একটি কাব্যগ্রন্থের নাম
C
একটি আত্মজীবনীর নাম
D
একটি চলচ্চিত্রের নাম
জীবনঢুলী
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো জীবনঢুলী। ছবিটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল এবং এটি মুক্তি পায় ২০১৩ সালে।
চলচ্চিত্রের মূল কাহিনি গড়ে উঠেছে নিম্নবর্ণের এক হিন্দু ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তার পরিবারের জীবনের চারপাশে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা কীভাবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, সেই অভিজ্ঞতাই ছবির প্রধান বিষয়বস্তু।
বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এ চলচ্চিত্রে বিশেষভাবে তুলে ধরা হয়েছে চুকনগর গণহত্যা। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি সেনারা খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজারে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে “চুকনগর গণহত্যা” নামে পরিচিত হয়ে আছে।
উৎস: প্রথম আলো, ১৯ জানুয়ারি ২০১৪, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago