পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
A
জুন ২২, ১৭৫৭
B
জুন ২৪, ১৭৫৭
C
জুন ২৩, ১৭৫৭
D
জুন ২৫, ১৭৫৭
উত্তরের বিবরণ
পলাশীর যুদ্ধ (১৭৫৭)
সংঘটন: ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর ময়দানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ হয়।
সময়কাল: এই যুদ্ধ প্রায় আট ঘণ্টা স্থায়ী ছিল।
পরাজয়ের কারণ: নবাবের প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার সেনারা কার্যকরভাবে লড়াই করেনি। ফলে নবাব পরাজিত হন।
রাজনৈতিক ফলাফল: এ যুদ্ধে পরাজয়ের পর বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী এবং ধ্বংসাত্মক।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৭৫৬ সালে
B
১৭৫৭ সালে
C
১৭৬৪ সালে
D
১৭৬৫ সালে
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
পলাশীর যুদ্ধ:
-
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন।
-
এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
-
প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে পালিত হয়।
-
ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা করেন।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
সূত্র:
0
Updated: 1 month ago