সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
A
নাইট্রোজেন (Nitrogen)
B
হাইড্রোজেন (Hydrogen)
C
অক্সিজেন (Oxygen)
D
ওজোন (Ozone)
উত্তরের বিবরণ
সাধারণভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাসে বিভিন্ন গ্যাসের অনুপাত থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন (৭৮.০২%)। এরপর রয়েছে অক্সিজেন (২০.৭১%)।
সামান্য পরিমাণে আর্গন (০.৮০%), জলীয়বাষ্প (০.৪১%), কার্বন-ডাই-অক্সাইড (০.০৩%) এবং অন্যান্য গ্যাস মিলে প্রায় ০.০২% পাওয়া যায়।
তাই বলা যায়, সমুদ্রতীরের বাতাসে আর্দ্রতা বা জলীয়বাষ্পের কিছুটা তারতম্য থাকলেও, বাতাসের মূল অংশজুড়ে থাকে নাইট্রোজেন গ্যাস।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
'Untranquil Recollections: The Years of Fulfilment' শীর্ষক গ্রন্থটির লেখক কে?
Created: 1 month ago
A
আনিসুর রহমান
B
রেহমান সােবহান
C
নুরুল ইসলাম
D
রওনক জাহান
অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, যিনি একদিকে একাডেমিক অবদান রেখেছেন, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।
তিনি বিশেষভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিচে তাঁর জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হলো।
-
রেহমান সোবহান একজন বাংলাদেশি অর্থনীতিবিদ।
-
তিনি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন।
-
তিনি সেন্টার ফর পলিসি ডায়লগ (CPD)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
-
১৯৯১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর লেখা Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটি ২০১৫ সালে প্রকাশিত হয়।
-
১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত লেখা তাঁর নিবন্ধ, কলাম ও সম্পাদকীয় সমন্বয়ে প্রকাশিত হয়েছে From Two Economies to Two Nations: My Journey to Bangladesh নামক গ্রন্থ।
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
Created: 1 month ago
A
২০২১-২০৩০
B
২০২৪-২০৩২
C
২০২১-২০৪১
D
২০২২-২০৫০
বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০ বছরের জন্য প্রণীত এবং এটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা নির্ধারণ করে।
-
পরিকল্পনা কমিশন দ্বারা প্রণীত এই পরিকল্পনার মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।
-
পরিকল্পনার মূল লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।
-
এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ।
-
২০৪১ সালের মধ্যে চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশ এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামানো লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
Created: 1 month ago
A
২৬
B
২৭
C
২৮
D
৩১
বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) ও ক্যাডারের সংখ্যা
বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি দেশের সকল সরকারি কর্মে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করার দায়িত্ব পালন করে। BPSC প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের মাধ্যমে দেশের মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধন এবং জনপ্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা বর্তমানে ২৬টি। এর মধ্যে, ২০১৮ সালের ১৩ নভেম্বরের বাংলাদেশ গেজেট (S.R.O. নং-৩৩৫-আইন/২০১৮) অনুযায়ী, ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
BCS-এর ২৬টি ক্যাডার:
১. প্রশাসন
২. কৃষি
৩. আনসার
৪. সমবায়
৫. শুল্ক ও আবগারি
৬. পরিবার পরিকল্পনা
৭. মৎস্য
৮. খাদ্য
৯. পররাষ্ট্র
১০. বন
১১. সাধারণ শিক্ষা
১২. স্বাস্থ্য
১৩. তথ্য
১৪. পশু সম্পদ
১৫. পুলিশ
১৬. ডাক
১৭. জনস্বাস্থ্য প্রকৌশল
১৮. গণপূর্ত
১৯. রেলওয়ে প্রকৌশল
২০. রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
২১. সড়ক ও জনপথ
২২. পরিসংখ্যান
২৩. কর
২৪. কারিগরি শিক্ষা
২৫. বাণিজ্য
২৬. নিরীক্ষা ও হিসাব
উৎস: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (bpsc.gov.bd)।
0
Updated: 1 month ago