নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand : : Leaf :
A
Flower
B
Twig
C
Tree
D
Branch
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি?
Finger : Hand : : Leaf :
সমাধান:
Finger ⇒ অর্থ আঙ্গুল
Hand ⇒ অর্থ হাত
Leaf ⇒ অর্থ পাতা
Twig ⇒ অর্থ ডাল
- আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.

0
Updated: 1 month ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 1 month ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
প্রশ্নের বিশ্লেষণ
-
False – মিথ্যা
-
True – সত্য
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)। -
Sharp – তীক্ষ্ণ
-
Blunt – ভোঁতা
➡️ এটিও বিপরীতার্থক (Antonym)। -
Love – ভালোবাসা
-
Affection – প্রেম
➡️ এখানে শব্দ দুটির অর্থ কাছাকাছি, অর্থাৎ সমার্থক (Synonym)। -
Abundance – প্রাচুর্য
-
Scarcity – ঘাটতি
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)।
উপসংহার: এখানে চারটি অপশনের মধ্যে কেবলমাত্র (গ) নম্বর অপশনটিতে Synonym (সমার্থক শব্দ) আছে। আর বাকি সবগুলোতে Antonym (বিপরীতার্থক শব্দ) দেওয়া হয়েছে। তাই ভিন্ন অপশন হলো (গ) – Love & Affection।
তথ্যসূত্র: Oxford Advanced Learner’s Dictionary, Cambridge English Dictionary.

0
Updated: 1 month ago
পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
Created: 3 weeks ago
A
অনিক
B
বিজয়
C
মুকুল
D
রাজিব
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে এবং মাঝখানে তাকিয়ে তাস খেলছে। রাজিবের বামদিকে রয়েছে মুকুল, বিজয় রয়েছে অনিক ও নুরুলের মাঝখানে এবং অনিকের ডান দিকে। তাহলে নুরুলের ডান দিকে কে রয়েছে?
সমাধান:
দেওয়া তথ্য মতে,
রাজিবের বামদিকে মুকুল।
বিজয় অনিক ও নুরুলের মাঝে আছে।
বিজয় অনিকের ডান দিকে আছে অর্থাৎ অনিকের ডান পাশে যে ব্যক্তি আছে তিনি বিজয়।
অতএব নূরুলের ডান দিকে সবসময় মুকুলই থাকে।
অতএব উত্তর: মুকুল।

0
Updated: 3 weeks ago
যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
Created: 1 month ago
A
246173
B
214673
C
214763
D
216473
প্রশ্ন: যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
প্রদত্ত কোডিং প্যাটার্নটি অক্ষরগুলোকে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে মানায়। প্রতিটি অক্ষরের মান আলাদা হলেও বিভিন্ন শব্দে একই থাকে। সমস্যাটির সমাধান নিচের মতো বিশ্লেষণ করা যায়:
প্রথমে প্রতিটি অক্ষরের মান নির্ধারণ করা হলো:
-
R ⇒ 6
-
O ⇒ 8
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
C ⇒ 7
-
H ⇒ 3
-
A ⇒ 4
-
I ⇒ 5
-
P ⇒ 9
এরপর SEARCH শব্দের প্রতিটি অক্ষরের মান বসানো হলো:
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
A ⇒ 4
-
R ⇒ 6
-
C ⇒ 7
-
H ⇒ 3
সুতরাং SEARCH-এর কোড হলো 214673।

0
Updated: 1 month ago