A
তারা তোমাদের ভোলেনি।
B
কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড।
C
আমাকে একটি কলম দাও।
D
সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
উত্তরের বিবরণ
বিবৃতিমূলক বাক্য
যেসব বাক্যে সাধারণভাবে কোনো তথ্য বা বিবরণ প্রকাশ পায়, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। এ ধরনের বাক্য ইতিবাচক বা নেতিবাচক — উভয়ই হতে পারে।
উদাহরণ:
-
আমরা রোজ বেড়াতে যেতাম।
-
তারা তোমাদের ভোলেনি।
অন্যদিকে —
প্রশ্নবোধক বাক্য: সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
অনুজ্ঞাসূচক বাক্য: আমাকে একটি কলম দাও।
আবেগসূচক বাক্য: কী বীভৎস, এই নারকীয় হত্যাকাণ্ড!
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 2 months ago