নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
A
৬/১১
B
৮/১৪
C
৩/৫
D
৫/৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
সমাধান:
৬/১১ = ০.৫৪৫৪৫৪
৮/১৪ = ০.৫৭১৪
৩/৫ = ০.৬
৫/৮ = ০.৬২৫
∴ বৃহত্তম ভগ্নাংশ ৫/৮

0
Updated: 1 month ago
যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?
Created: 4 days ago
A
৭১
B
৮২
C
৯০
D
৯২
প্রশ্ন: যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে B + E + S + T =?
সমাধান:
ইংরেজী বর্ণমালা অনুসারে,
E এর অবস্থান 5
E = 5 × 2 = 10
J এর অবস্থান 10
J = 10 × 2 = 20
T এর অবস্থান 20
T = 20 × 2 = 40
একইভাবে, B = 2 × 2 = 4
E = 5 × 2 = 10
S = 19 × 2 = 38
T = 20 × 2 = 40
B + E + S + T = 4 + 10 + 38 + 40
= 92

0
Updated: 4 days ago
.১ × .০১ ×.০০১ = ?
Created: 1 month ago
A
১.০০০১
B
.১০০০১
C
.০০০০১
D
০.০০০০০১
প্রশ্ন: .১ × .০১ × .০০১ = ?
সমাধান:
.১ × .০১ × .০০১ = ০.০০০০০১

0
Updated: 1 month ago
কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক্ত হবে?
Created: 3 weeks ago
A
১৮
B
১২
C
৯
D
৬
প্রশ্ন: কোনটি প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক্ত হবে?
সমাধান:
উপরের সংখ্যা গুলোর সমষ্টি ÷ ১০ = নিচের সংখ্যা
১ম চিত্রে,
১৮ + ১২ + ২০ = ৫০ ÷ ১০ = ৫
২য় চিত্রে,
১৬ + ১৪ + ৩০ = ৬০ ÷ ১০ = ৬
৩য় চিত্রে,
৪৫ + ১৮ + ২৭ = ৯০ ÷ ১০ = ৯
সুতরাং, প্রশ্নবোধক চিহ্নের স্থলাভিষিক্ত হবে ৯ সংখ্যাটি।

0
Updated: 3 weeks ago