০.৪ × ০.০২ × ০.০৮ = ?
A
০.০০০৬৪
B
৬.৪০০০০
C
০.৬৪০০০
D
০.০৬৪০০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 1 month ago
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর - ক) খ) গ) ঘ)
Created: 1 month ago
A
পুত্র
B
ভাই
C
পিতা
D
চাচা
এখানে, P এবং Q দুই ভাই, আর R এবং S দুই বোন। পরিবারের মধ্যে সম্পর্কগুলো হলো:
-
P-এর ছেলে হলো S-এর ভাই, অর্থাৎ P এবং S-এর মধ্যে বাবা–সন্তান সম্পর্ক।
-
R হলো S-এর বোন, অর্থাৎ R ও S একই মা-বাবার কন্যা।
-
যেহেতু R এবং S বোন, আর S হলো P-এর ছেলে বা কন্যা, তাই R হলো P-এর মেয়ে।
-
P-এর ভাই হলো Q, সুতরাং Q হলো R-এর চাচা।

0
Updated: 1 month ago
কোন সংখ্যাটি পরে আসবে? ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
Created: 2 weeks ago
A
১/৮
B
১/৪
C
১/৫
D
১/৬
কোন সংখ্যাটি পরে আসবে?
৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
সমাধান:
১ম পদ = ৮
২য় পদ = ৮ ÷ ২ = ৪
৩য় পদ = ৪ ÷ ২ = ২
৪র্থ পদ = ২ ÷ ২ = ১
৫ম পদ = ১ ÷ ২ =১/২
৬ষ্ঠ পদ = (১/২) ÷ ২ = (১/২) × (১/২) = ১/৪
৭ম পদ = (১/৪) ÷ ২ = (১/৪) × (১/২) = ১/৮

0
Updated: 2 weeks ago
যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
Created: 4 days ago
A
B
C
D
সঠিক উত্তর ⎯ গ) গোলাকৃতির বস্তু
Aerodynamics- এর নিয়ম অনুযায়ী, যে বস্তুর Drag of Coeeficient কম সে বস্তু বাতাসে বা যে কোনো Fluid এর বাধা অতিক্রম করে খুব সহজেই বেশি দূরত্ব অতিক্রম করবে।
উল্লিখিত অপশনের মধ্যে,
অপশন গ) গোলকটির Drag of Coeeficient এর মান সবচেয়ে কম (০.৪৭), তাই গোলকটি বেশি দূরত্ব অতিক্রম করবে।
অপশন ঘ) মোচক (2D Triangle/ 3D Cone) -এর Drag of Coeeficient গোলকের তুলনায় বেশি (০.৫০), তাই এটি গোলকের তুলনায় কম দূরত্ব অতিক্রম করবে।

0
Updated: 4 days ago