A
UNDP
B
World Bank
C
UNCTAD
D
World Economic Foundation
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক (World Bank) – সংক্ষিপ্ত নোট
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
বর্তমান সদস্যদেশ: ১৮৯টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ
উদ্দেশ্য
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা সেবা প্রদান।
-
দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা।
ঋণ সম্পর্কিত তথ্য
-
প্রথম ঋণগ্রহীতা দেশ: ফ্রান্স (১৯৪৭ সালে ঋণ গ্রহণ)
-
সবচেয়ে বেশি ঋণগ্রহীতা দেশ: ভারত
উল্লেখযোগ্য প্রকাশনা
-
“Piecing Together the Poverty Puzzle” – বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
-
এতে বৈশ্বিক দারিদ্র্যের বহুমাত্রিক দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিশ্লেষণ করা হয়েছে।
-
উৎস: World Bank ওয়েবসাইট

0
Updated: 1 day ago