দ্বিতীয় ভার্সাই চুক্তি:
-
বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটানোর লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অফ মিররসে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) ও জার্মানি।
-
এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করা হয় এবং মিত্র দেশগুলোর ক্ষতির জন্য বিপুল অঙ্কের ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হয়।
চুক্তির নকশাকারীরা – “বিগ ফোর” (Big Four):
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট – উড্রো উইলসন
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী – ডেভিড লয়েড জর্জ
-
ফ্রান্সের প্রধানমন্ত্রী – জর্জ ক্লেমেনসো
-
ইতালির প্রধানমন্ত্রী – ভিটোরিও অরল্যান্ডো
(তবে চুক্তির শর্ত নিয়ে উড্রো উইলসনের সঙ্গে অন্য নেতাদের মধ্যে মতপার্থক্য ছিল।)
দ্বিতীয় ভার্সাই চুক্তির দুটি অংশ:
-
Covenant of the League of Nations – জাতিপুঞ্জ গঠনের সনদ হিসেবে স্বাক্ষরিত হয়। (এতে জার্মানি স্বাক্ষর করেনি।)
-
জার্মানির ওপর দায় চাপানো অংশ – মিত্রপক্ষ জার্মানিকে যুদ্ধাপরাধী দেশ হিসেবে ঘোষণা করে এবং ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করে।
প্রথম বিশ্বযুদ্ধ সংক্ষেপে:
-
সময়কাল: ২৮ জুলাই, ১৯১৪ – ১১ নভেম্বর, ১৯১৮।
-
ফলাফল: মিত্রশক্তির বিজয়।
-
অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া।
-
মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রমুখ।
উৎস: i) History.com
ii) Britannica