A
ভারত ও শ্রীলংকা
B
সংযুক্ত আরব আমিরাত
C
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫:
-
সময়কাল: ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫।
-
আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
-
অংশগ্রহণকারী দল: মোট ৮টি — ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান।
উৎস: আইসিসি ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
আন্তর্জাতিক অভিবাসী দিবস’ কবে পালিত হয়?
Created: 1 day ago
A
২১ আগস্ট
B
২২ জুলাই
C
২৩ সেপ্টেম্বর
D
১৮ ডিসেম্বর
আন্তর্জাতিক অভিবাসী দিবস
-
প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
-
এর ধারাবাহিকতায় মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিভিন্ন বৈশ্বিক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষায় প্রচারণা চালায়।
-
অবশেষে ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয় যে, প্রতিবছর ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করা হবে।
অন্য দিবসসমূহ (ডিসেম্বর মাস):
-
৭ ডিসেম্বর: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।
-
৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৯৩ সালে, বেইজিং
B
১৯৯৩ সালে, মেক্সিকো সিটি
C
১৯৯৫ সালে, বেইজিং
D
১৯৯৫ সালে, মেক্সিকো সিটি

0
Updated: 1 day ago
আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Prevention of the Ozone Layer) কত তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
২২ জুলাই
B
২৮ জুলাই
C
১৭ আগস্ট
D
১৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করি।
ওজোন স্তর
-
১৯১৩ সালে ফরাসি বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন প্রথম ওজোন স্তর আবিষ্কার করেন।
-
ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন।
-
তাই প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা করার জন্য দিবস পালন করা হয়।
মন্ট্রিল প্রটোকল
-
মন্ট্রিল প্রটোকলের পূর্ণ নাম: “The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer” অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি।
-
এই প্রটোকলের মূল উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা।
-
ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার নামে উচ্চ অংশে থাকে।
-
এই প্রটোকলের মাধ্যমে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করা পদার্থের নিঃসরণ কমানো বা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
-
মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিল শহরে।
-
এর কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ১৯৮৯ থেকে।
সূত্র: UNEP ওয়েবসাইট

0
Updated: 1 month ago