নিচের কোন দুটি বাংলা উপসর্গ?
A
অজ, অতি
B
আন, অনা
C
অতি, অভি
D
অনা, অতি
উত্তরের বিবরণ
খাঁটি বাংলা উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত যেসব উপসর্গ সম্পূর্ণভাবে নিজস্ব ও দেশজ, তাদের খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
-
এ ধরনের উপসর্গ মোট ২১টি।
এই উপসর্গগুলো হলো:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অপরদিকে,
সংস্কৃত বা তৎসম উপসর্গ হিসেবে গণ্য হয়:
অতি, অভি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
'অপসৃষ্টি' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 week ago
A
স্থানান্তর অর্থে
B
বিপরীত অর্থে
C
নিকৃষ্ট অর্থে
D
অভাব অর্থে
• 'অপ' তৎসম উপসর্গ। বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার-
- বিপরীত অর্থে: অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে: অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে: অপসারণ, অপহরণ।
- বিকৃত অর্থে: অপমৃত্যু।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 1 week ago
বাংলা উপসর্গ কোনটি?
Created: 4 weeks ago
A
পরা
B
অঘা
C
অপ
D
খাস
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়—
-
বাংলা উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বাংলা উপসর্গ বলা হয়
-
মোট ২১টি
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
-
-
সংস্কৃত বা তৎসম উপসর্গ
-
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে
-
মোট ২০টি
-
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ
-
[উল্লেখ্য: বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়]
-
-
বিদেশি উপসর্গ
-
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত
-
কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু
-
উদাহরণ: আম, খাস, লা, গর, বাজে, বদ, বে, বর, ব, হেড, সাব, ফুল, হাফ
-
বিদেশি উপসর্গ সাধারণত অনির্দিষ্ট বা অনির্ণেয়
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
'গরমিল' শব্দের 'গর' কোন ধরনের উপসর্গ?
Created: 1 week ago
A
ফারসি
B
আরবি
C
তৎসম
D
খাঁটি বাংলা
‘গরমিল’ শব্দের উপসর্গ:
-
গর → আরবি উপসর্গ (অভাব অর্থে)
বিদেশি উপসর্গ:
-
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি – এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত।
-
কিছু শব্দ খাঁটি উচ্চারণে, কিছু বিকৃত উচ্চারণে ব্যবহৃত হয়।
-
এ সঙ্গে অনেক বিদেশি উপসর্গও বাংলায় চালু হয়েছে।
-
দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে।
(উদাহরণ: বেমালুম → ‘মালুম’ আরবি শব্দ, ‘বে’ ফারসি উপসর্গ)
আরবি উপসর্গের উদাহরণ:
-
আম্: সাধারণ অর্থে → আমদরবার, আমমোক্তার
-
খাস: বিশেষ অর্থে → খাসমহল, খাসখবর
-
লা: না অর্থে → লাজওয়াব, লাখেরাজ
-
গর: অভাব অর্থে → গরমিল, গররাজি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 1 week ago