A
He loved Andrea deeply
B
Andrea betrayed his trust by leaving work unfinished
C
He never supported Andrea
D
He criticized Raphael
উত্তরের বিবরণ
Andrea স্বীকার করে যে সে King Francis-এর টাকা নিয়েছিল, কিন্তু কাজ শেষ না করেই ইতালিতে ফিরে এসেছিল। এই বিশ্বাসঘাতকতা তাকে আজীবন অপরাধবোধে ভুগিয়েছে।

0
Updated: 1 day ago
At what time does the poem begin when Lippo is caught?
Created: 1 day ago
A
Early morning
B
Noon
C
Past midnight
D
Twilight
কবিতার শুরুতেই বলা হয় যে লিপ্পোকে রাতের বেলা ধরা হয়েছে—“What, ‘tis past midnight, and you go the rounds.” অর্থাৎ প্রহরীরা রাতের পাহারার সময় তাকে ধরা দেয়। এই সময় নির্বাচন ব্রাউনিং-এর কৌশল। মধ্যরাত্রি প্রতীক হয়ে ওঠে সীমালঙ্ঘনের, ভাঙা নিয়মের এবং মানবিক আকাঙ্ক্ষার।
লিপ্পো তখন মঠের নিয়ম ভেঙে “sportive ladies”-এর পাড়ায় ঘুরছিল। এর মধ্য দিয়ে বোঝা যায়, ধর্মীয় নিয়মে বাঁধা থাকলেও তার ভেতরে আছে মানবিক কামনা-বাসনা। Midnight এখানে দ্বৈততার প্রতীক—অন্ধকার ও আলোর মাঝের সীমান্ত, ধর্ম ও জীবনের টানাপোড়েন। ফলে সময়টি শুধু কাহিনির প্রেক্ষাপট নয়, বরং প্রতীকী অর্থও বহন করে।

0
Updated: 1 day ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 3 weeks ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship

0
Updated: 3 weeks ago
What is the central conflict of the poem Andrea del Sarto?
Created: 1 day ago
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
কবিতার মূল দ্বন্দ্ব হলো—অ্যান্ড্রিয়ার নিখুঁত দক্ষতা বনাম অনুপ্রেরণার অভাব। তার শিল্প Faultless হলেও প্রাণহীন। রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো আত্মার দীপ্তি তার শিল্পে অনুপস্থিত। এই দ্বন্দ্বই তাকে অসম্পূর্ণ শিল্পী করে তুলেছে।

0
Updated: 1 day ago