নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
A
ভারত ও শ্রীলংকা
B
সংযুক্ত আরব আমিরাত
C
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫:
-
সময়কাল: ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫।
-
আয়োজক দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
-
অংশগ্রহণকারী দল: মোট ৮টি — ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান।
উৎস: আইসিসি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
Created: 11 hours ago
A
৫ জুন
B
১০ জুন
C
২০ জুন
D
২৫ জুন
বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর ২০ জুন তারিখে পালিত হয়, যা পৃথিবীর সব শরণার্থীদের প্রতি সহানুভূতি, সচেতনতা ও সংহতি প্রকাশের প্রতীক। যুদ্ধ, দমননীতি, জাতিগত সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হন, তাদের অধিকার রক্ষা ও পুনর্বাসনে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই দিবস পালিত হয়।
-
প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০০১ সালের ২০ জুন।
-
এর আগে, ২০০০ সালের ডিসেম্বর পর্যন্ত দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস নামে পরিচিত ছিল।
-
দিবসটির সূচনা ঘটে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে, যাতে বিশ্বের সব শরণার্থীর দুরবস্থা তুলে ধরা এবং মানবিক সহায়তার প্রতি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়।
-
১৯৫১ সালে জাতিসংঘের আওতায় শরণার্থীদের মর্যাদা ও স্বীকৃতির সনদ (Convention Relating to the Status of Refugees) গৃহীত হয়, যা আন্তর্জাতিকভাবে শরণার্থীদের সুরক্ষার আইনি ভিত্তি স্থাপন করে।
বিশ্ব শরণার্থী দিবসে জাতিসংঘের UNHCR (United Nations High Commissioner for Refugees) বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শরণার্থীদের জীবনমান উন্নয়ন, আশ্রয় প্রদান ও পুনর্বাসন সংক্রান্ত উদ্যোগ তুলে ধরে। দিনটি বিশ্বের বহু দেশে আলোচনা সভা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণমাধ্যম প্রচারণার মাধ্যমে পালন করা হয়।
গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস — ৫ জুন
-
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস — ১৩ অক্টোবর
-
আন্তর্জাতিক ওজোন দিবস — ১৬ সেপ্টেম্বর
-
বিশ্ব ধরিত্রী দিবস — ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক প্রাণী দিবস — ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস — ১৫ সেপ্টেম্বর
-
বিশ্ব মানবাধিকার দিবস — ১০ ডিসেম্বর
সব মিলিয়ে, ২০ জুনের বিশ্ব শরণার্থী দিবস মানবতা, সহানুভূতি ও বৈশ্বিক দায়িত্ববোধের এক স্মারক, যা শরণার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করে।

0
Updated: 11 hours ago
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১২ আগস্ট
B
১৪ আগস্ট
C
১৫ আগস্ট
D
১৭ আগস্ট
প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়, যা যুবশক্তি ও তারুণ্যের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে পালন করা হয়। এবছরের দিবসের প্রতিপাদ্য হলো “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
-
যুব দিবসের প্রবর্তনা ঘটে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব দেওয়া হয়।
-
পরবর্তী বছর ১৯৯৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
-
এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বের সব দেশের সরকারের মধ্যে যুবদের প্রতি মনোযোগ বৃদ্ধি, তাদের প্রয়োজনীয়তা পূরণে সচেতনতা তৈরি এবং তরুণদের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক ওজোন দিবস (International Day for the Prevention of the Ozone Layer) কত তারিখে পালিত হয়?
Created: 2 months ago
A
২২ জুলাই
B
২৮ জুলাই
C
১৭ আগস্ট
D
১৬ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালন করি।
ওজোন স্তর
-
১৯১৩ সালে ফরাসি বিজ্ঞানী চার্লস ফ্যাব্রি ও হেনরি বাইসন প্রথম ওজোন স্তর আবিষ্কার করেন।
-
ব্রিটিশ আবহাওয়াবিদ জিএমবি ডবসন ওজোন স্তরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন।
-
তাই প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা করার জন্য দিবস পালন করা হয়।
মন্ট্রিল প্রটোকল
-
মন্ট্রিল প্রটোকলের পূর্ণ নাম: “The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer” অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি।
-
এই প্রটোকলের মূল উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা।
-
ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার নামে উচ্চ অংশে থাকে।
-
এই প্রটোকলের মাধ্যমে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করা পদার্থের নিঃসরণ কমানো বা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
-
মন্ট্রিল প্রটোকল গৃহীত হয় ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিল শহরে।
-
এর কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ১৯৮৯ থেকে।
সূত্র: UNEP ওয়েবসাইট

0
Updated: 2 months ago