A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।

0
Updated: 1 day ago
What does Andrea hope for in heaven?
Created: 1 day ago
A
To be forgiven by Lucrezia
B
To paint alongside Raphael, Leonardo, Michelangelo
C
To live without art
D
To become wealthy
অ্যান্ড্রিয়া কল্পনা করে, স্বর্গে গিয়ে সে চারজন মহান শিল্পী মিলে চার দেওয়াল ছবি আঁকবে—Leonardo, Raphael, Michelangelo এবং নিজে। কিন্তু সে জানে, তার জীবনের ব্যর্থতা তাকে তাদের সমকক্ষ হতে দেয়নি। তাই তার এই কল্পনা আসলে আত্মসান্ত্বনা।

0
Updated: 1 day ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 day ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

0
Updated: 1 day ago
What symbolic time of day dominates Andrea’s reflections?
Created: 1 day ago
A
Morning
B
Afternoon
C
Twilight/Evening
D
Midnight
কবিতায় অ্যান্ড্রিয়া বারবার সন্ধ্যা ও গোধূলির উল্লেখ করেন। “A common greyness silvers everything,—All in a twilight, you and I alike.” এখানে গোধূলি বা twilight প্রতীক হিসেবে এসেছে অ্যান্ড্রিয়ার জীবন ও শিল্পকে বোঝাতে।
তার জীবন যেন দিনের মতো নয়—উজ্জ্বল সূর্যোদয় বা দীপ্ত midday নেই, আছে কেবল ম্লান গোধূলি। এই twilight তার দাম্পত্য জীবনের ক্লান্তি, শিল্পের অপূর্ণতা এবং অনুপ্রেরণাহীন নিখুঁততাকে প্রকাশ করে। আবার, twilight বোঝায় জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থা—একজন শিল্পীর অস্তগামী জীবনের প্রতীক। ফিয়েসোলের শান্ত পাহাড়ি দৃশ্য আর মঠের ঘণ্টাধ্বনি এই গোধূলি ভাবকে আরও জোরালো করে তোলে। ফলে সময়ের প্রতীক হিসেবে twilight কবিতার আবহ গড়ে তোলে।

1
Updated: 1 day ago