A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
B
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
C
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
D
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
উত্তরের বিবরণ
সংশপ্তক
-
মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘সংশপ্তক’।
-
মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বের প্রতীক।
-
অবস্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে।
-
ভাস্কর্যটি ১৫ ফুট উচ্চতাসম্পন্ন ব্রোঞ্জের তৈরি এবং চার স্তরের লাল সিরামিক ইটের বেদির উপর স্থাপিত।
-
স্থাপনকাল: ২৬ মার্চ, ১৯৯০।
-
স্থপতি: হামিদুজ্জামান খান।
-
ভাস্কর্যটি চিত্রিত করেছে এক বীরকে, যিনি শত্রুর আঘাতে একটি হাত ও পা হারালেও বন্দুক হাতে লড়াই চালিয়ে নির্ভীকভাবে বিজয় অর্জন করেন।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো পত্রিকা।

0
Updated: 1 day ago
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
Created: 1 month ago
A
বিজয়স্তম্ভ
B
বিজয়কেতন
C
স্বাধীনতা সোপান
D
রক্ত সোপান
সেনানিবাস গুলোতে নির্মিত কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য:
- ঢাকা সেনানিবাস: বিজয় কেতন, শিখা অনির্বাণ, জাহাঙ্গীর গেট, মুক্তিযুদ্ধ জাদুঘর।
- রাজেন্দ্রপুর সেনানিবাস: রক্ত সোপান।
- কুমিল্লা সেনানিবাস: অনির্বাণ জেড।
- রংপুর সেনানিবাস: বিজয় গাঁথা।
এছাড়াও,
⇒ বিভিন্ন স্মৃতিস্তম্ভের অবস্থান:
- দুর্জয়: রাজারবাগ, ঢাকা।
- "স্বাধীনতা সোপান" : সাঁথিয়া উপজেলা, ,পাবনা।
- দুরন্ত: শিশু একাডেমি।
- সংগ্রাম: সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
- বিজয়স্তম্ভ: গাইবান্ধা।
- বিজয় বিহঙ্গ: আমতলা, বরিশাল।
- স্বাধীনতা: ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা।
- বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, ঢাকা।
- প্রত্যাশা: ফুলবাড়িয়া, ঢাকা।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago