'তুমি আসবে বলে, আমি অপেক্ষা করছি।' - এটি কোন ধরনের বাক্য?
A
যৌগিক
B
সরল
C
খণ্ড
D
জটিল
উত্তরের বিবরণ
জটিল বাক্য
যেসব বাক্যে সাপেক্ষ সর্বনাম (যেমন—যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি) এবং সাপেক্ষ যোজক (যেমন—যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি) ব্যবহৃত হয়ে একাধিক অধীন বাক্য একত্রে যুক্ত থাকে, সে ধরনের বাক্যকে জটিল বাক্য বলে।
উদাহরণ:
-
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
-
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
-
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 5 months ago
নিচের কোনটি বাংলা উপসর্গ?
Created: 1 month ago
A
অপ
B
ইতি
C
অনু
D
পরা
বাংলা ভাষায় প্রচলিত উপসর্গসমূহ
বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় মোট একুশটি উপসর্গ প্রচলিত।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন বা সম্প্রসারণ করে থাকে।
বাংলা ভাষায় বিশটি তৎসম উপসর্গ প্রচলিত।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
0
Updated: 1 month ago
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
Created: 2 months ago
A
জটিল বাক্য
B
যৌগিক বাক্য
C
সরল বাক্য
D
মিশ্র বাক্য
১. সরল বাক্য
যে বাক্যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলা হয়।
উদাহরণ:
-
পাখিগুলো নীল আকাশে উড়ছে।
-
তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
মুল বিষয়: একটিমাত্র ক্রিয়া থাকলে বাক্যটি সরল।
২. জটিল বাক্য
জটিল বাক্যে একটি বাক্য অন্য বাক্যের সঙ্গে নির্ভরশীল বা সাপেক্ষ থাকে।
এক্ষেত্রে কখনো কখনো ‘বলে’ বা অন্যান্য ক্রিয়াজাত অনুসর্গ যেমন: করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি ব্যবহৃত হয়।
মুল নিয়ম: ‘বলে’ যদি ক্রিয়া বোঝায় না, তবে এটি ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বাক্যটি জটিল।
উদাহরণ:
-
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
-
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
-
তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল।
মন্তব্য: অনেকেই জটিল ও মিশ্র বাক্যকে একেরূপ ধরে নেন। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মিশ্র বাক্যকে জটিলের সমার্থক বলেছেন, কিন্তু এটি পরীক্ষায় গ্রহণযোগ্য নয়।
ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ:
-
ভালো করে পড়াশোনা করো।
-
মন দিয়ে কাজ করো।
৩. যৌগিক বাক্য
যখন দুই বা ততোধিক নিরপেক্ষ বাক্য (সরল বা মিশ্র) একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়।
সাধারণত এই বাক্যগুলোকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় সংযোজক অব্যয় যেমন: এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি।
উদাহরণ:
-
ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
-
এখানে দুটি স্বতন্ত্র বাক্য আছে:
১. ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
২. জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। -
সংযোজক: ‘এবং’
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।’ বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করলে কী?
Created: 1 month ago
A
শিক্ষা লাভ আমার বহু কষ্ট হয়েছিলো।
B
আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
C
আমি শিক্ষা লাভ করায় বহু কষ্ট হয়েছিলো।
D
বহু কষ্টে আমি শিক্ষা লাভ করেছিলাম।
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
নিয়ম:
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে, সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।
এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়।
উদাহরণ:
সরল বাক্য: তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। যৌগিক বাক্য: তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
সরল বাক্য: পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। যৌগিক বাক্য: এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।
সরল বাক্য: আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। যৌগিক বাক্য: আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
0
Updated: 1 month ago