"দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।" - বাক্যে 'সনে' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
A
তুলনায়
B
সহগামিতা
C
সমসূত্রে
D
বিরুদ্ধগামিতা
উত্তরের বিবরণ
অনুসর্গের প্রয়োগ
১. সহ – সহগামিতার অর্থে ব্যবহৃত হয়।
উদাহরণ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন।
২. সহিত – সমসূত্রে বা সংযুক্ততার অর্থে ব্যবহৃত হয়।
উদাহরণ: শত্রুর সহিত সন্ধি চাই না।
৩. সনে – বিরুদ্ধগামিতার অর্থে ব্যবহৃত হয়।
উদাহরণ: 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।'
৪. সঙ্গে – তুলনামূলক অর্থে ব্যবহৃত হয়।
উদাহরণ: মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 months ago