Why does Andrea recall Michelangelo’s words about him?
A
Michelangelo admired his faults
B
Michelangelo once said he could surpass Raphael
C
Michelangelo taught him personally
D
Michelangelo gave him money
উত্তরের বিবরণ
কবিতায় অ্যান্ড্রিয়া মনে করে, Michelangelo একসময় বলেছিল যে সুযোগ পেলে অ্যান্ড্রিয়া রাফায়েলকেও ছাড়িয়ে যেতে পারত। কিন্তু সে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ফলে এই মন্তব্য তার জীবনে আক্ষেপের প্রতীক হয়ে রয়ে গেছে।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 weeks ago
A
The conflict between art and religion
B
The pursuit of fame through artistic achievement
C
The importance of material wealth in life
D
The inevitability of fate in human life
Fra Lippo Lippi কবিতায় প্রধান থিম হলো শিল্প এবং ধর্মের মধ্যে সংঘাত। ফ্রা লিপ্পো, একজন সন্ন্যাসী এবং শিল্পী, ধর্মের প্রতি তার আনুগত্য এবং তার শিল্পের প্রতি গভীর আবেগের মধ্যে একটি দ্বন্দ্বে বন্দী।সে বিশ্বাস করে যে, শিল্প ও ধর্ম একে অপরের পরিপূরক হতে পারে, কিন্তু ধর্মের কঠোর নিয়মাবলি তার সৃজনশীলতার সাথে সংঘর্ষে পড়ে।
কবি এখানে শিল্পী এবং ধর্মীয় আদর্শের মধ্যে মানসিক টানাপোড়েনের চিত্র তুলে ধরেছেন, যেখানে শিল্পী তার স্বাধীন সৃজনশীলতার জন্য সংগ্রাম করে এবং ধর্মের শাসনের মধ্যে আটকা পড়ে।

0
Updated: 2 weeks ago
What nickname is Andrea del Sarto known by in art history?
Created: 1 month ago
A
The Divine Painter
B
The Faultless Painter
C
The Painter of Light
D
The Master of Florence
অ্যান্ড্রিয়া দেল সার্তোকে শিল্পের ইতিহাসে বলা হয় “The Faultless Painter”। কারণ তার চিত্রকর্মগুলো টেকনিক্যালি ছিল অত্যন্ত নিখুঁত। ড্রয়িং, পার্সপেকটিভ, রঙের ব্যবহার—সবকিছুতেই ছিল কারিগরি নিখুঁততা।
কিন্তু তার শিল্পে সেই প্রাণময়তা বা আত্মার দীপ্তি অনুপস্থিত ছিল, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে মহিমান্বিত করেছে। ব্রাউনিং এই দ্বৈততা তুলে ধরেছেন কবিতায়। তিনি দেখিয়েছেন, নিখুঁততা থাকলেও প্রেরণার অভাবে শিল্পী সত্যিকার মহত্ত্ব অর্জন করতে পারে না।
Faultless অর্থাৎ “ত্রুটিহীন” হলেও এই নাম আসলে একধরনের বিদ্রূপও বয়ে আনে—কারণ নিখুঁততায় প্রাণের উচ্ছ্বাস নেই। তাই Faultless Painter Andrea del Sarto হয়ে ওঠেন শিল্পের সীমাবদ্ধতার প্রতীক।

1
Updated: 1 month ago
What does the phrase “silver-grey” symbolize in Andrea’s art?
Created: 1 month ago
A
Passion and fire
B
Wealth and prosperity
C
Calm but lifeless perfection
D
Youthful energy
Andrea del Sarto তার শিল্পকে বর্ণনা করে বলেন, “All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শিল্পের যেটি কারিগরি দিক থেকে নিখুঁত হলেও প্রাণহীন। এই রঙে শান্তি আছে, কিন্তু দীপ্তি নেই। রাফায়েল বা অন্য শিল্পীদের ছবিতে যে প্রাণবন্ততা ও আত্মার জ্যোতি আছে, তা অ্যান্ড্রিয়ার ছবিতে অনুপস্থিত। ফলে “silver-grey” প্রতীক হয়ে দাঁড়ায় তার ব্যর্থতা ও শিল্পের সীমাবদ্ধতার।

0
Updated: 1 month ago