A
Epic narration
B
Dramatic Monologue
C
Ballad
D
Sonnet
উত্তরের বিবরণ
Browning নাটকীয় স্বগতোক্তির মাধ্যমে Lippo-র কণ্ঠ ফুটিয়ে তুলেছেন। তার কথা বলার ধরন থেকেই পাঠক তার শৈশব, দুঃখ, বিদ্রোহ, শিল্পদর্শন সব জানতে পারে। এই ফর্মই কবিতার প্রাণ।

0
Updated: 1 day ago
What is the Duke’s attitude toward his late wife in My Last Duchess?
Created: 1 month ago
A
Indifferent
B
Loving and forgiving
C
Jealous and controlling
D
Sad but accepting

0
Updated: 1 month ago
My Last Duchess is a famous dramatic monologue by:
Created: 2 days ago
A
Percy Bysshe Shelley
B
Alfred Tennyson
C
George Eliot
D
Robert Browning
My Last Duchess হলো রবার্ট ব্রাউনিং-এর লেখা একটি বিখ্যাত dramatic monologue।
কবিতায় একজন ডিউক (Duke) তার প্রাক্তন ডাচেসের ছবির সামনে কথা বলেন। বক্তৃতার মাধ্যমে তিনি তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণ হারানোর রাগ এবং অহংকার প্রকাশ করেন। ব্রাউনিং মানব স্বভাব, ক্ষমতার লোভ, সামাজিক মর্যাদার প্রতি আসক্তি এবং ব্যক্তিগত অহংকারের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। ডিউকের ভাষা ও আচরণের মাধ্যমে পাঠক তার অহংকার ও আসক্তি বোঝে, আর ডাচেসের চরিত্রে নরম সৌন্দর্য ও মানবিক মনোবৃত্তি প্রতিফলিত হয়। এটি Victorian যুগের মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ উদাহরণ।
বিস্তারিত আলোচনা:
My Last Duchess:
-
এটি একটি dramatic monologue, ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারা ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির মাধ্যমে তার স্ত্রী সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্রের প্রশংসা করে, কিন্তু তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর কারণে স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার শেষে বোঝা যায় যে ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
Robert Browning (1812–1889):
-
ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান কবি।
-
নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
-
সবচেয়ে বিখ্যাত কাজ: The Ring and the Book, যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
উল্লেখযোগ্য রচনা:
কবিতা:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Men and Women
-
Christmas-Eve and Easter-Day
-
Bishop Blougram’s Apology
নাটক:
-
Pippa Passes
Source: Britannica

0
Updated: 2 days ago
Which art quality does Andrea confess he lacks compared to Raphael or Michelangelo?
Created: 1 day ago
A
Technical skill
B
Inspiration and spiritual depth
C
Knowledge of anatomy
D
Patronage
অ্যান্ড্রিয়া দেল সার্তোর সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল অনুপ্রেরণার অভাব। তার শিল্পে নিখুঁত কারিগরি দক্ষতা থাকলেও সেই প্রাণবন্ত আত্মার দীপ্তি ছিল না, যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর কাজকে অমর করেছে।
ব্রাউনিং দেখিয়েছেন, অ্যান্ড্রিয়া নিজেই এই সীমাবদ্ধতা স্বীকার করে এবং দোষ দেয় আংশিকভাবে তার স্ত্রী লুক্রেজিয়াকে, যিনি তাকে অনুপ্রাণিত করার বদলে কেবল অর্থলোভী ছিলেন। এভাবে অ্যান্ড্রিয়ার শিল্প নিখুঁত হলেও প্রাণহীন হয়ে ওঠে। Faultless Painter হিসেবে তিনি বিদ্রূপাত্মক এক প্রতীক—ত্রুটিহীন হলেও অসম্পূর্ণ।

0
Updated: 1 day ago