What does Andrea hope for in heaven?
A
To be forgiven by Lucrezia
B
To paint alongside Raphael, Leonardo, Michelangelo
C
To live without art
D
To become wealthy
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া কল্পনা করে, স্বর্গে গিয়ে সে চারজন মহান শিল্পী মিলে চার দেওয়াল ছবি আঁকবে—Leonardo, Raphael, Michelangelo এবং নিজে। কিন্তু সে জানে, তার জীবনের ব্যর্থতা তাকে তাদের সমকক্ষ হতে দেয়নি। তাই তার এই কল্পনা আসলে আত্মসান্ত্বনা।

0
Updated: 1 month ago
What Renaissance idea does Lippo’s philosophy represent?
Created: 1 month ago
A
Scholasticism
B
Humanism
C
Mysticism
D
Idealism
Lippo-র দর্শন আসলে Renaissance humanism-এর প্রতিফলন। সে বিশ্বাস করে, মানুষ ও দেহও ঈশ্বরের সৃষ্টি, তাই শিল্পীর দায়িত্ব হলো সেটি বাস্তবের মতো আঁকা। সে বলে, “God’s works—paint any one, and count it crime to let a truth slip.” Renaissance humanism মানুষের অভিজ্ঞতা, দেহ, প্রকৃতি ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছে। Lippo সেই দর্শনেই বিশ্বাসী। তার শিল্প শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা নয়, বরং মানবদেহ ও জীবনের সত্যকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
Who is the speaker in Browning’s poem Fra Lippo Lippi?
Created: 1 month ago
A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 1 month ago
What was the common people’s reaction to Lippo’s early frescoes?
Created: 1 month ago
A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 month ago