What does the phrase “silver-grey” symbolize in Andrea’s art?
A
Passion and fire
B
Wealth and prosperity
C
Calm but lifeless perfection
D
Youthful energy
উত্তরের বিবরণ
Andrea del Sarto তার শিল্পকে বর্ণনা করে বলেন, “All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শিল্পের যেটি কারিগরি দিক থেকে নিখুঁত হলেও প্রাণহীন। এই রঙে শান্তি আছে, কিন্তু দীপ্তি নেই। রাফায়েল বা অন্য শিল্পীদের ছবিতে যে প্রাণবন্ততা ও আত্মার জ্যোতি আছে, তা অ্যান্ড্রিয়ার ছবিতে অনুপস্থিত। ফলে “silver-grey” প্রতীক হয়ে দাঁড়ায় তার ব্যর্থতা ও শিল্পের সীমাবদ্ধতার।

0
Updated: 1 month ago
The famous poem Rabbi Ben Ezra was written by -
Created: 4 weeks ago
A
John Keats
B
Robert Browning
C
Alfred Tennyson
D
John Donne
Rabbi Ben Ezra হলো Robert Browning রচিত একটি কবিতা, যা dramatic monologue শৈলীতে লেখা। কবিতায় একজন ইহুদী পণ্ডিত Rabbi Ben Ezra-র মাধ্যমে ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন প্রকাশ করা হয়েছে।
• Rabbi Ben Ezra:
-
রচয়িতা: Robert Browning
-
শৈলী: Dramatic monologue
-
মূল বিষয়: ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন
-
প্রথম স্তবক:
"Grow old along with me! The best is yet to be,
The last of life, for which the first was made:
Our times are in His hand
Who saith, 'A whole I planned,
Youth shows but half; trust God: see all, nor be afraid!'"
• Robert Browning:
-
একজন British poet, Victorian age-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
-
Dramatic monologue-এর ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিখ্যাত।
• Notable Works:
-
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto
-
Plays: প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়েছিল।

0
Updated: 4 weeks ago
Browning was the composer of any of the following poems-
Created: 4 months ago
A
Two Voices
B
The Scholar Gipsy
C
Andreadel Sarto
D
Oneone
Robert Browning ছিলেন Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মূলত তার dramatic monologue কৌশলের জন্য সাহিত্য জগতে বিশেষভাবে পরিচিত। তাকে প্রায়ই বলা হয় "Father of the Dramatic Monologue", কারণ তিনি মানবচরিত্রের গভীর মনস্তত্ত্ব, জটিল আবেগ এবং আত্মমুখী বিশ্লেষণ দক্ষতার সঙ্গে তার কবিতায় তুলে ধরতেন।
Andrea del Sarto
এই কবিতাটি Browning-এর একটি বিখ্যাত নাট্যস্বগতোক্তিমূলক কবিতা, যেখানে এক সময়ের খ্যাতিমান ইতালিয়ান চিত্রশিল্পী Andrea del Sarto নিজেই Speaker বা বক্তার ভূমিকা পালন করেন।
তার স্ত্রী Lucrezia-র উদ্দেশ্যে একটি আবেগঘন স্বগতোক্তির মাধ্যমে কবিতাটি সাজানো হয়েছে।
কবিতার মূল প্রেক্ষাপট
Andrea তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও একধরনের হতাশা ও অসম্পূর্ণতার অনুভূতি প্রকাশ করেন।
তিনি স্ত্রীকে কাছে বসিয়ে কিছু নিঃশব্দ ভালো মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা জানান। এরপর তিনি ফিরে তাকান তার অতীত জীবনের দিকে, যেখানে তিনি শিল্পে নিখুঁততা পেলেও আত্মতৃপ্তি ও স্বীকৃতির অভাবে ছিলেন।
তিনি মনে করেন, তার শিল্প কর্মগুলো ‘পরিপূর্ণ’ হলেও তা ‘আত্মার উজ্জ্বলতা’ হারিয়েছে।
শেষে তিনি স্ত্রীর সব ইচ্ছা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন, বিনিময়ে শুধু শান্তি ও ভালোবাসার আশ্রয় চান।
মানবচরিত্রের মনস্তত্ত্ব
এই কবিতায় Browning নিখুঁতভাবে তুলে ধরেছেন একজন শিল্পীর আত্মসমালোচনার প্রবণতা, সাংসারিক টানাপড়েন, প্রেম-দুঃখ-আবেগ ও জীবনের অপ্রাপ্তির করুণ বাস্তবতা। এভাবেই তিনি পাঠককে এক গভীর মনস্তাত্ত্বিক ভ্রমণে নিয়ে যান।
Robert Browning-এর উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ
-
The Ring and the Book
-
Fra Lippo Lippi
-
My Last Duchess
-
Porphyria’s Lover
-
Paracelsus
-
Rabbi Ben Ezra
-
A Grammarian’s Funeral
-
Dramatic Lyrics,
-
Dramatis Personae,
-
Men and Women,
-
Sordello,
-
Pauline,
-
The Patriot,
-
Bishop Blougram’s Apology,
-
Christmas Eve and Easter-Day প্রভৃতি।
ভুল সংযুক্তিকরণ এড়িয়ে চলুন
-
Two Voices – রচয়িতা: Alfred Lord Tennyson
-
The Scholar Gipsy – রচয়িতা: Matthew Arnold
-
Oenone – রচয়িতা: Alfred Lord Tennyson
এই কবিতাগুলো Browning-এর নয়, তাই তথ্য যাচাইপূর্বক অধ্যয়ন করা উচিত।
“Andrea del Sarto” কেবল একটি চিত্রশিল্পীর কাহিনি নয়; এটি এক আত্মবিশ্লেষণধর্মী যন্ত্রণার চিত্র, যেখানে প্রেম, প্রতিভা, পরাজয় এবং আশা একসঙ্গে জটিলভাবে জড়ানো। Robert Browning তার সুগভীর মনস্তাত্ত্বিক উপলব্ধি এবং নাটকীয় উপস্থাপনার মাধ্যমে এটিকে সাহিত্যিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
Source: Britannica.com
Suitable for: English literature students, Victorian poetry enthusiasts, UGC/University exam preparations

0
Updated: 4 months ago
Identify the poet of Fra Lippo Lippi:
Created: 3 weeks ago
A
Emily Bronte
B
R.L. Stevenson
C
Robert Browning
D
Charles Lamb
Fra Lippo Lippi কবিতার রচয়িতা হলেন Robert Browning। তিনি একজন বিখ্যাত ভিক্টোরিয়ান ইংরেজি কবি, যিনি বিশেষভাবে Dramatic Monologue শৈলীর জন্য খ্যাত। এই কবিতায় রেনেসাঁ যুগের চিত্রশিল্পী Fra Lippo Lippi-র জীবন, তার শিল্পচর্চা এবং সমাজ ও চার্চের নৈতিকতার মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। কবিতায় লিপ্পি নিজের শিল্পীসত্তা ও অভিজ্ঞতা প্রকাশ করেছেন, যা প্রথাগত ধর্মীয় নিয়মাবলীর সাথে সংঘর্ষ সৃষ্টি করে। সরল অথচ গভীর অর্থবোধক ভাষায় রচিত এই রচনা শিল্পীর স্বাধীনতা, সৃজনশীলতা এবং ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে দার্শনিক টানাপোড়েনকে উপস্থাপন করেছে। তাই সঠিক উত্তর হলো – গ) Robert Browning।
বিস্তারিত আলোচনা
Fra Lippo Lippi
-
এটি Robert Browning রচিত একটি বিখ্যাত কবিতা।
-
Browning-এর অন্যতম সেরা dramatic monologue হিসেবে বিবেচিত।
-
কবিতাটি blank verse-এ লেখা।
-
এখানে Browning colloquial ভাষার সহজ ও প্রাণবন্ত ব্যবহার করেছেন।
-
প্রধান চরিত্র Fra Lippo Lippi ছিলেন একজন ইতালিয়ান ফ্রান্সিসকান সন্ন্যাসী ও চিত্রশিল্পী।
-
কবিতায় দেখা যায়, তিনি এক রাতে শহরে বেরিয়ে আসেন এবং নিজের শিল্পীসত্তা ও চিন্তাধারা প্রকাশ করেন।
-
তিনি মনে করতেন, শিল্পকলা কেবল ধর্মীয় উদ্দেশ্যে নয়, বরং মানুষের বাস্তব জীবন ও মানবিক আবেগকেও প্রতিফলিত করা উচিত।
-
ফলে কবিতায় শিল্প বনাম ধর্ম, সৃষ্টিশীলতা বনাম নৈতিকতার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।
Robert Browning
-
তিনি Victorian যুগের একজন খ্যাতিমান ইংরেজ কবি।
-
বিশেষভাবে dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো The Ring and the Book, যেখানে রোমে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে ১২ খণ্ডে বর্ণনা করা হয়েছে।
Notable Works
Poems:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
Plays:
-
Strafford (1837) — Browning-এর প্রথম নাটক, যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়।

0
Updated: 3 weeks ago