What does Andrea say about his marriage to Lucrezia?
A
It is his greatest joy
B
It brings him peace
C
It limits his greatness
D
It is admired by all
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়ার বিয়ে তার জীবনে আশীর্বাদ নয়, বরং সীমাবদ্ধতা। লুক্রেজিয়া তাকে ভালোবাসে না, বরং অর্থলোভী ও অবিশ্বস্ত। অ্যান্ড্রিয়া মনে করে, যদি লুক্রেজিয়া তাকে অনুপ্রেরণা দিত, তবে সে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো মহৎ হতে পারত। কিন্তু স্ত্রী তাকে কেবল ভোগবাদে ডুবিয়েছে। তাই তার দাম্পত্য জীবন হয়ে ওঠে ক্লান্তি ও হতাশার প্রতীক। ব্রাউনিং এখানে শিল্পীর ব্যক্তিজীবনের সীমাবদ্ধতাকে শিল্পসত্তার সঙ্গে যুক্ত করেছেন।

0
Updated: 1 month ago
Which symbolic color does Andrea use to describe his art?
Created: 1 month ago
A
Golden
B
Silver-grey
C
Crimson
D
Blue
অ্যান্ড্রিয়া নিজের শিল্পকে বর্ণনা করে বলেন—“All is silver-grey, / Placid and perfect with my art.” এখানে “silver-grey” প্রতীক নিখুঁত কিন্তু প্রাণহীন শিল্পের। ধূসর-রূপালি রঙে শান্তি আছে, কিন্তু কোনো উজ্জ্বলতা বা প্রাণ নেই। এটি তার ব্যর্থতার প্রতীক।

1
Updated: 1 month ago
Which famous Florentine painter is mentioned as an ideal by the monks?
Created: 1 month ago
A
Giotto
B
Leonardo da Vinci
C
Raphael
D
Donatello
Prior বলে—“Here’s Giotto, with his Saint a-praising God.” মঠ চায় Lippo যেন Giotto-র মতো কেবল আধ্যাত্মিক ছবি আঁকে। কিন্তু Lippo মনে করে, শুধু আত্মা আঁকলে শিল্প অসম্পূর্ণ হয়; দেহ ও বাস্তবতা ছাড়াও সৌন্দর্য থাকে না।

2
Updated: 1 month ago
The famous poem Rabbi Ben Ezra was written by -
Created: 4 weeks ago
A
John Keats
B
Robert Browning
C
Alfred Tennyson
D
John Donne
Rabbi Ben Ezra হলো Robert Browning রচিত একটি কবিতা, যা dramatic monologue শৈলীতে লেখা। কবিতায় একজন ইহুদী পণ্ডিত Rabbi Ben Ezra-র মাধ্যমে ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন প্রকাশ করা হয়েছে।
• Rabbi Ben Ezra:
-
রচয়িতা: Robert Browning
-
শৈলী: Dramatic monologue
-
মূল বিষয়: ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন
-
প্রথম স্তবক:
"Grow old along with me! The best is yet to be,
The last of life, for which the first was made:
Our times are in His hand
Who saith, 'A whole I planned,
Youth shows but half; trust God: see all, nor be afraid!'"
• Robert Browning:
-
একজন British poet, Victorian age-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
-
Dramatic monologue-এর ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিখ্যাত।
• Notable Works:
-
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto
-
Plays: প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়েছিল।

0
Updated: 4 weeks ago