A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
উত্তরের বিবরণ
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।

0
Updated: 1 day ago
What does Andrea del Sarto regret most?
Created: 1 month ago
A
Lack of true inspiration
B
Poverty
C
Health
D
Family troubles

0
Updated: 1 month ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 day ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 day ago
What does Andrea regret about his relationship with King Francis?
Created: 1 day ago
A
He took his money but did not complete the work
B
He painted poorly for him
C
He never visited France
D
He insulted the king
কবিতায় অ্যান্ড্রিয়া স্বীকার করে—“I took his coin, was tempted and complied, / And built this house and sinned, and all is said.” অর্থাৎ, সে রাজা ফ্রান্সিসের টাকা নিয়েছিল কিন্তু প্রতিশ্রুত কাজ শেষ করেনি। টাকার প্রলোভনে পড়ে সে নিজের শিল্পীসত্ত্বা ও সততা বিসর্জন দিয়েছিল। এর ফলে তার জীবনের ব্যর্থতা আরও প্রকট হয়ে ওঠে।

0
Updated: 1 day ago