A
Candle
B
Skull and bones
C
Flower
D
Cross
উত্তরের বিবরণ
Lippo ব্যঙ্গ করে বলে—যদি শিল্পের কাজ কেবল প্রার্থনা মনে করানো হয়, তবে একটা কঙ্কাল বা ক্রসই যথেষ্ট। এতে বোঝানো হয় শিল্পের উদ্দেশ্য শুধু ধর্মীয় স্মারক নয়, বরং জীবনের সত্য প্রকাশ।

0
Updated: 1 day ago
What is
the subject of My Last Duchess?
Created: 3 weeks ago
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant

0
Updated: 3 weeks ago
My Last Duchess is a famous dramatic monologue by:
Created: 2 days ago
A
Percy Bysshe Shelley
B
Alfred Tennyson
C
George Eliot
D
Robert Browning
My Last Duchess হলো রবার্ট ব্রাউনিং-এর লেখা একটি বিখ্যাত dramatic monologue।
কবিতায় একজন ডিউক (Duke) তার প্রাক্তন ডাচেসের ছবির সামনে কথা বলেন। বক্তৃতার মাধ্যমে তিনি তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণ হারানোর রাগ এবং অহংকার প্রকাশ করেন। ব্রাউনিং মানব স্বভাব, ক্ষমতার লোভ, সামাজিক মর্যাদার প্রতি আসক্তি এবং ব্যক্তিগত অহংকারের সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। ডিউকের ভাষা ও আচরণের মাধ্যমে পাঠক তার অহংকার ও আসক্তি বোঝে, আর ডাচেসের চরিত্রে নরম সৌন্দর্য ও মানবিক মনোবৃত্তি প্রতিফলিত হয়। এটি Victorian যুগের মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ উদাহরণ।
বিস্তারিত আলোচনা:
My Last Duchess:
-
এটি একটি dramatic monologue, ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা ফেরারা ডিউক, যে তার প্রয়াত স্ত্রীর ছবির মাধ্যমে তার স্ত্রী সম্পর্কে মন্তব্য করছে।
-
ডিউক স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্রের প্রশংসা করে, কিন্তু তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং শাসনের প্রতি শ্রদ্ধা না দেখানোর কারণে স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করে।
-
কবিতার শেষে বোঝা যায় যে ডিউক নিজেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
Robert Browning (1812–1889):
-
ভিক্টোরিয়ান যুগের একজন প্রধান কবি।
-
নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
-
সবচেয়ে বিখ্যাত কাজ: The Ring and the Book, যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
উল্লেখযোগ্য রচনা:
কবিতা:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Men and Women
-
Christmas-Eve and Easter-Day
-
Bishop Blougram’s Apology
নাটক:
-
Pippa Passes
Source: Britannica

0
Updated: 2 days ago
What does Andrea say about worldly success?
Created: 1 day ago
A
It is enough for him
B
It cannot satisfy without inspiration
C
It is greater than art
D
It is given only by Lucrezia
Andrea স্বীকার করে যে সম্পদ বা পৃষ্ঠপোষকতা থাকলেও শিল্পের অনুপ্রেরণা না থাকলে সত্যিকার সাফল্য আসে না।

0
Updated: 1 day ago