What does Andrea regret about his youth?
A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
উত্তরের বিবরণ
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।

0
Updated: 1 month ago
How did Lippo first use his talent as a child monk?
Created: 1 month ago
A
Writing sermons
B
Decorating books with sketches
C
Singing hymns
D
Copying Latin texts
Lippo যখন মঠে ভর্তি হয়, তখন বইয়ের মার্জিনে মুখ, হাত-পা আঁকতে শুরু করে। “I drew men’s faces on my copy-books, scrawled them within the antiphonary’s marge.” অর্থাৎ, ধর্মীয় গ্রন্থের প্রান্তরেখা তার আঁকার খাতা হয়ে উঠেছিল। এখানেই দেখা যায় তার স্বাভাবিক প্রতিভা—সে শব্দের ভেতরে ছবি খুঁজে নেয়। A-B-C অক্ষরের ভেতরেও সে চোখ-নাক মুখ কল্পনা করে। এইভাবে শিশুকালের দুষ্টুমি শিল্পে রূপ নেয়। মঠের কর্তারা প্রথমে রাগ করলেও পরে ভেবেছিল—এই ছেলেই ভবিষ্যতে মঠের গৌরব বয়ে আনবে।
ফলে এই ‘বইয়ের আঁকিবুকি’ই ছিল শিল্পীর প্রথম ক্যানভাস।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 months ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship

0
Updated: 2 months ago
What is Lippo’s argument about painting both body and soul?
Created: 1 month ago
A
Only soul matters
B
Body and soul must be shown together
C
Body is sinful
D
Soul is beyond art
Lippo যুক্তি দেয়—“Make his flesh liker and his soul more like.” মানে, শরীরকে যথার্থভাবে আঁকলেই আত্মার প্রতিফলন ধরা পড়ে। যদি দেহকে বিকৃত করা হয় তবে আত্মার ছবিও বিকৃত হয়। তার মতে, শিল্পী যদি কেবল আত্মা আঁকার চেষ্টা করে তবে সেটা কৃত্রিম হয়। তাই রিয়ালিজমই আত্মাকে প্রকাশের সত্য পথ।

0
Updated: 1 month ago