A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
উত্তরের বিবরণ
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
What does Andrea mean by the line “A man’s reach should exceed his grasp”?
Created: 1 day ago
A
Man should only aim for what he can get
B
Man should desire wealth
C
Man should aim beyond his immediate power
D
Man should remain satisfied with little
অ্যান্ড্রিয়ার এই লাইনটি অত্যন্ত বিখ্যাত। এর দ্বারা বোঝানো হয়েছে—মানুষের লক্ষ্য সবসময় তার নাগালের বাইরে হওয়া উচিত, কারণ উচ্চাকাঙ্ক্ষাই মানুষকে মহৎ করে তোলে।
অ্যান্ড্রিয়া স্বীকার করছে যে তার নিজের আকাঙ্ক্ষা সীমাবদ্ধ, সে যা করতে পারে কেবল তাই-ই করেছে। কিন্তু রাফায়েল ও মাইকেলেঞ্জেলো তাদের নাগালের বাইরে লক্ষ্য স্থির করেছিল, তাই তারা মহত্ত্ব অর্জন করেছে। ব্রাউনিং-এর বার্তাটি হলো—অসীম উচ্চাশা না থাকলে সত্যিকার শিল্প বা জীবন মহান হতে পারে না।

1
Updated: 1 day ago
Which saint’s fresco by Lippo got damaged by people’s devotion?
Created: 1 day ago
A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।

0
Updated: 1 day ago
What is the Duke’s attitude toward his late wife in My Last Duchess?
Created: 1 month ago
A
Indifferent
B
Loving and forgiving
C
Jealous and controlling
D
Sad but accepting

0
Updated: 1 month ago