সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ এর উল্লেখ রয়েছে?
A
অনুচ্ছেদ ৯৫
B
অনুচ্ছেদ ৯৬
C
অনুচ্ছেদ ৯৭
D
অনুচ্ছেদ ৯৮
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ সমূহ (বাংলাদেশ সংবিধান অনুসারে):
-
অনুচ্ছেদ ৯০: নির্দিষ্টকরণ আইন।
-
অনুচ্ছেদ ৯১: সম্পূরক ও অতিরিক্ত বাজেট অনুমোদন।
-
অনুচ্ছেদ ৯২: হিসাব ও ঋণ সংক্রান্ত ভোটাধিকার।
-
অনুচ্ছেদ ৯৩: অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা।
-
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
-
অনুচ্ছেদ ৯৫: বিচারক নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৬: বিচারকের পদাধিকারী মেয়াদ।
-
অনুচ্ছেদ ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
-
অনুচ্ছেদ ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক।
-
অনুচ্ছেদ ৯৯: অবসরের পর বিচারকের অক্ষমতা।
-
অনুচ্ছেদ ১০০: সুপ্রীম কোর্টের আসন।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
'প্রশাসনিক ট্রাইব্যুনাল' গঠনের কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 2 months ago
A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
Created: 2 months ago
A
১৩৭
B
১৩৮
C
১৪৭
D
১৫০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হল একটি বিশেষ প্রতিষ্ঠান, যা সরকারি চাকরিতে নিয়োগ দেয়।
-
এটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা এবং আপিলের মত বিষয়েও সিদ্ধান্ত নেয়।
-
সংবিধানের একটি অধ্যায়ে এই কমিশনের গঠন ও কাজের নিয়ম বর্ণনা করা হয়েছে, যেখানে মোট ৫টি অনুচ্ছেদ আছে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ করান।
সংবিধানের ৫টি অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সংক্রান্ত বিষয়গুলো আছে:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
-
অনুচ্ছেদ ১৩৮: সদস্য নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যদের মেয়াদ।
-
অনুচ্ছেদ ১৪০: কমিশনের দায়িত্ব।
-
অনুচ্ছেদ ১৪১: কমিশনের বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার নিয়ম।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ' এর উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৫২
B
অনুচ্ছেদ ৫৩
C
অনুচ্ছেদ ৫৪
D
অনুচ্ছেদ ৫৫
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা এবং স্থানীয় শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে একাধিক অনুচ্ছেদে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে। প্রতিটি অনুচ্ছেদে আলাদা আলাদা বিষয় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যা রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কিত বিধান রয়েছে, যা দায়িত্ব পালনের সময় আইনি দায় থেকে সুরক্ষা দেয়।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া ও কারণ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে অপসারণের নিয়ম বলা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে স্পিকার কীভাবে দায়িত্ব পালন করবেন তা বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা গঠন ও কার্যাবলি নিয়ে বিস্তারিত বলা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ নিয়োগ ও তাদের যোগ্যতা সংক্রান্ত বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর পদের মেয়াদ স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ কী হবে তা ব্যাখ্যা করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসনব্যবস্থা এবং এর গঠন নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

0
Updated: 1 month ago