A
Patience in suffering
B
Joyful rebellion after hard labor
C
Laziness
D
Stubbornness
উত্তরের বিবরণ
Lippo বলে, দীর্ঘদিন খাটুনি খাওয়ার পর ঘোড়া যেমন মাঠে গিয়ে আনন্দে লাফায়, সেও তেমন মাঝে মাঝে নিয়ম ভেঙে আনন্দ করতে চায়। এটি তার মানবিক স্বাধীনতার প্রতীক।

1
Updated: 1 day ago
Who is Guidi in the poem?
Created: 1 day ago
A
A monk
B
A young apprentice painter
C
Lippo’s rival
D
A patron
Lippo বলে, Guidi নামে এক তরুণ তার কাজ শিখছে। হয়তো ভবিষ্যতে সে বাস্তববাদকে এগিয়ে নিয়ে যাবে। Browning এভাবে শিল্পের ধারাবাহিকতার আশা প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
What is the poetic form of Andrea del Sarto?
Created: 1 day ago
A
Rhymed couplets
B
Blank verse
C
Sonnet
D
Free verse
কবিতাটি লেখা হয়েছে unrhymed iambic pentameter-এ, যাকে blank verse বলা হয়। Dramatic Monologue-এর জন্য এটি Browning-এর প্রিয় ফর্ম।

0
Updated: 1 day ago
Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
Created: 1 day ago
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 day ago