A
সকলের আদরে বিদ্বান অভিভূত।
B
সকলেই বিদ্বানকে আদর করে থাকে।
C
বিদ্বানকে সবাই খুব আদর করেন।
D
বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
উত্তরের বিবরণ
কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে
১) কর্তাকে তৃতীয় ব্যক্তি করা হয়,
২) কর্মে প্রথম বা শূন্য বিভক্তি ব্যবহার হয়,
৩) ক্রিয়া কর্মের অনুসারী হয়।
জ্ঞাতব্য: কর্তৃবাচ্যের ক্রিয়া যদি অকর্মক হয়, তাহলে সেই বাক্য কর্মবাচ্যে রূপান্তর হয় না।
উদাহরণ—
কর্তৃবাচ্য:
(ক) বিদ্বানকে সকলেই আদর করে।
(খ) খোদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন।
(গ) মুবারক পুস্তক পাঠ করছে।
কর্মবাচ্য:
(ক) বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
(খ) বিশ্বজগৎ খোদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।
(গ) মুবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)

0
Updated: 2 months ago