A
The Church
B
Simple beauty of body
C
Heaven
D
Soul
উত্তরের বিবরণ
Lippo স্পষ্টভাবে বলে—“If you get simple beauty and nought else, you get about the best thing God invents.” অর্থাৎ, দেহের সরল সৌন্দর্যই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। এই লাইনটি তার মানবতাবাদী নন্দনতত্ত্বের মূল ভিত্তি। মানুষের সৌন্দর্যকে অস্বীকার করা মানে ঈশ্বরের কাজকে অস্বীকার করা।

0
Updated: 1 day ago
Who was Cosimo de’ Medici in relation to Fra Lippo?
Created: 1 day ago
A
His teacher
B
His patron
C
His rival
D
His critic
Cosimo de’ Medici ছিলেন ফ্লোরেন্সের শক্তিশালী পৃষ্ঠপোষক, যিনি Fra Lippo Lippi-কে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেন। কবিতায় লিপ্পো ধরা পড়ার পর প্রহরীদের ভয় দেখায় যে তিনি Cosimo-র বাড়িতে থাকেন—“Master—a... Cosimo of the Medici, I’ the house that caps the corner.” এটি শুধু একটি নাম উল্লেখ নয়, বরং শিল্প ও ক্ষমতার সম্পর্ক প্রকাশ।
Renaissance যুগে শিল্পীরা ধনী পরিবার বা চার্চের পৃষ্ঠপোষকতায় টিকে থাকত। Cosimo de’ Medici-র নাম নিয়ে Lippo প্রমাণ করে যে শিল্পী বাঁচতে হলে ক্ষমতাশালীদের ছায়ায় থাকতে হয়। ব্রাউনিং এখানে দেখিয়েছেন শিল্পীর স্বাধীনতা কতটা সীমিত এবং সমাজ-রাজনীতির সঙ্গে কিভাবে বাঁধা পড়ে।

0
Updated: 1 day ago
Which figure of speech is found in “Rub all out”?
Created: 1 day ago
A
Hyperbole
B
Irony
C
Simile
D
Metaphor
Prior যখন দেহ মুছে ফেলতে বলে, Lippo বিদ্রূপ করে বলে—“Rub all out!” এখানে আইরনি ব্যবহার হয়েছে। কারণ, দেহ মুছে ফেললে আত্মাও হারিয়ে যায়। এই ব্যঙ্গ দেখায় চার্চের দাবি কতটা অবাস্তব।

1
Updated: 1 day ago
Who is the speaker in Browning’s poem Fra Lippo Lippi?
Created: 1 day ago
A
Robert Browning
B
A city watchman
C
Fra Lippo Lippi
D
Cosimo de’ Medici
Fra Lippo Lippi একটি Dramatic Monologue, যেখানে বক্তা হলেন স্বয়ং ফ্রা লিপো, অর্থাৎ ফ্লোরেন্সের কারমেলাইট মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী। কবিতার শুরুতেই তাকে রাতের বেলা শহরের প্রহরীরা ধরে ফেলে।
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “I am poor brother Lippo, by your leave!” এই পরিচয়ে বোঝা যায়, তিনি ধর্মীয় পরিচয়ে একজন সন্ন্যাসী হলেও একই সঙ্গে একজন বাস্তববাদী শিল্পী। তার কণ্ঠে আমরা পাই জীবনের বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও শিল্পীসত্তার দ্বন্দ্ব।
Dramatic Monologue-এর বিশেষত্ব হলো—বক্তার একতরফা বক্তব্যের মধ্য দিয়েই তার চরিত্র ও অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হয়। Fra Lippo এখানে চার্চের আরোপিত নিয়ম মানতে বাধ্য, অথচ তার শিল্পীসত্তা চায় বাস্তব দেহ ও জীবনের প্রতিফলন ঘটাতে। তাই তার কণ্ঠ হয়ে ওঠে বিদ্রোহী, প্রশ্নমুখর, তবু মানবিক।

0
Updated: 1 day ago