What poetic technique reveals Lippo’s character?
A
Epic narration
B
Dramatic Monologue
C
Ballad
D
Sonnet
উত্তরের বিবরণ
Browning নাটকীয় স্বগতোক্তির মাধ্যমে Lippo-র কণ্ঠ ফুটিয়ে তুলেছেন। তার কথা বলার ধরন থেকেই পাঠক তার শৈশব, দুঃখ, বিদ্রোহ, শিল্পদর্শন সব জানতে পারে। এই ফর্মই কবিতার প্রাণ।

0
Updated: 1 month ago
What quality does Andrea envy in other painters?
Created: 1 month ago
A
Wealth
B
Noble birth
C
Passion and inspiration
D
Political power
অ্যান্ড্রিয়া স্বীকার করে যে তার হাতের কাজ নিখুঁত হলেও তার মধ্যে নেই সেই আগুন, সেই উচ্ছ্বাস যা অন্যদের শিল্পকে মহৎ করেছে। সে বলে, “There burns a truer light of God in them.” অর্থাৎ, ঈশ্বর তাদের মনে যে আলোর স্ফুলিঙ্গ দিয়েছেন, তা তার নেই। অন্যরা কম দক্ষ হলেও তাদের শিল্পে প্রাণ আছে, তারা আকাশ ছুঁতে চায়, তাই তারা মহৎ।
কিন্তু অ্যান্ড্রিয়া শুধু নিজের সীমার ভেতরে থাকে। এই আক্ষেপ থেকেই তার বিখ্যাত লাইন—“A man’s reach should exceed his grasp, Or what’s a heaven for?”—অর্থাৎ মানুষকে সবসময় নিজের নাগালের বাইরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এখানে Andrea del Sarto নিজেই স্বীকার করছে যে তার দুর্বলতা হলো অনুপ্রেরণার অভাব।

0
Updated: 1 month ago
What is the main theme of Fra Lippo Lippi?
Created: 2 months ago
A
Art and religion conflict
B
Love
C
War
D
Friendship

0
Updated: 2 months ago
What is the central conflict of the poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
কবিতার মূল দ্বন্দ্ব হলো—অ্যান্ড্রিয়ার নিখুঁত দক্ষতা বনাম অনুপ্রেরণার অভাব। তার শিল্প Faultless হলেও প্রাণহীন। রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো আত্মার দীপ্তি তার শিল্পে অনুপস্থিত। এই দ্বন্দ্বই তাকে অসম্পূর্ণ শিল্পী করে তুলেছে।

0
Updated: 1 month ago