A
Only soul matters
B
Body and soul must be shown together
C
Body is sinful
D
Soul is beyond art
উত্তরের বিবরণ
Lippo যুক্তি দেয়—“Make his flesh liker and his soul more like.” মানে, শরীরকে যথার্থভাবে আঁকলেই আত্মার প্রতিফলন ধরা পড়ে। যদি দেহকে বিকৃত করা হয় তবে আত্মার ছবিও বিকৃত হয়। তার মতে, শিল্পী যদি কেবল আত্মা আঁকার চেষ্টা করে তবে সেটা কৃত্রিম হয়। তাই রিয়ালিজমই আত্মাকে প্রকাশের সত্য পথ।

0
Updated: 1 day ago
What does Andrea regret about his youth?
Created: 1 day ago
A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।

0
Updated: 1 day ago
Robert Browning is -
Created: 4 hours ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
English
English Literature
Robert Browning (1812-1889)
The Victorian Period (1832-1901)
No subjects available.
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 4 hours ago
What is the tone of Lippo’s voice in the poem?
Created: 1 day ago
A
Calm and serene
B
Playful, ironic, and passionate
C
Solemn and tragic
D
Indifferent and cold
পুরো কবিতায় Lippo-র কণ্ঠ বিদ্রূপ, হাস্যরস, আবেগ ও বিদ্রোহে ভরা। কখনো সে ব্যঙ্গ করে, কখনো রসিকতা করে, আবার কখনো আবেগে ফেটে পড়ে। এই স্বর Dramatic Monologue-কে জীবন্ত করেছে।

1
Updated: 1 day ago