Which philosophy best matches Lippo’s view?
A
Mysticism
B
Realism
C
Symbolism
D
Scholasticism
উত্তরের বিবরণ
Lippo সর্বত্র বলে—মানুষ, প্রকৃতি, দেহ—সবকিছুই ঈশ্বরের সৃষ্টি, আর শিল্পের কাজ সেগুলোকে সত্যভাবে আঁকা। এটাই বাস্তববাদ বা Realism-এর মূল নীতি।

0
Updated: 1 month ago
Who is the speaker in Robert Browning’s poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।

0
Updated: 1 month ago
How does Fra Lippo Lippi view the role of art in society in the poem?
Created: 2 weeks ago
A
Art is a tool for religious worship and spiritual expression
B
Art is meant to reflect reality and serve as a form of personal expression
C
Art is irrelevant in the face of religious devotion
D
Art should be confined to religious contexts only
Fra Lippo Lippi কবিতায়, ফ্রা লিপ্পো আর্টকে বাস্তবতার প্রতিবিম্ব এবং ব্যক্তিগত অভিব্যক্তি হিসেবে দেখে। সে বিশ্বাস করে যে, শিল্পীকে তার অনুভূতি এবং দর্শন প্রকাশ করার জন্য স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যা কখনোই কেবল ধর্মীয় আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়।
ফ্রা লিপ্পো মনে করেন যে, শিল্প তার সৃজনশীলতার মুক্ততা এবং মানবিক অভ্যন্তরীণ সত্যের প্রকাশ। সে এমন এক শিল্পী, যে ধর্মীয় জীবনের বাধার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য এবং মানবিক অনুভূতির প্রতি তার দৃষ্টি সংযুক্ত রাখতে চায়।

0
Updated: 2 weeks ago
What is
the subject of My Last Duchess?
Created: 2 months ago
A
A Duke’s wife
B
A king
C
A painter
D
A servant

0
Updated: 2 months ago