A
Cosimo de’ Medici
B
The Prior and the learned monks
C
The watchmen
D
The carnival singers
উত্তরের বিবরণ
মঠের জ্ঞানী প্রধানরা তার কাজকে “devil’s game” বলেছিল। তাদের মতে, দেহ আঁকা মানে নশ্বর জিনিস আঁকা। তারা চাইত শুধুই আত্মা, ধোঁয়াটে প্রতীক। কিন্তু Lippo যুক্তি দিল—আত্মা প্রকাশ করতে হলে দেহ লাগবেই। এই দ্বন্দ্ব আসলে মধ্যযুগীয় ধর্মতত্ত্ব বনাম রেনেসাঁস মানবতাবাদের প্রতিফলন।

0
Updated: 1 day ago
What metaphor does Lippo use for his childhood hunger?
Created: 1 day ago
A
Like an empty sky
B
Like a dog seeking bones
C
Like a hat empty of food
D
Like a closed church
Lippo নিজের শৈশবের কথা বলতে গিয়ে বলে, “My stomach being empty as your hat.” এই রূপকটি তার দারিদ্র্য ও ক্ষুধার কষ্টকে তীব্রভাবে প্রকাশ করে। সে এতই অভুক্ত ছিল যে কারও টুপি যতটা ফাঁকা, তার পেটও ঠিক ততটাই ফাঁকা। এটি Browning-এর বাস্তবধর্মী চিত্রকল্প। শৈশবের এই অভিজ্ঞতাই তাকে বাস্তবমুখী শিল্পী করে তোলে—কারণ সে জানে দারিদ্র্য ও ক্ষুধার বাস্তবতা।

1
Updated: 1 day ago
What does Andrea mean by the line “A man’s reach should exceed his grasp”?
Created: 1 day ago
A
Man should only aim for what he can get
B
Man should desire wealth
C
Man should aim beyond his immediate power
D
Man should remain satisfied with little
অ্যান্ড্রিয়ার এই লাইনটি অত্যন্ত বিখ্যাত। এর দ্বারা বোঝানো হয়েছে—মানুষের লক্ষ্য সবসময় তার নাগালের বাইরে হওয়া উচিত, কারণ উচ্চাকাঙ্ক্ষাই মানুষকে মহৎ করে তোলে।
অ্যান্ড্রিয়া স্বীকার করছে যে তার নিজের আকাঙ্ক্ষা সীমাবদ্ধ, সে যা করতে পারে কেবল তাই-ই করেছে। কিন্তু রাফায়েল ও মাইকেলেঞ্জেলো তাদের নাগালের বাইরে লক্ষ্য স্থির করেছিল, তাই তারা মহত্ত্ব অর্জন করেছে। ব্রাউনিং-এর বার্তাটি হলো—অসীম উচ্চাশা না থাকলে সত্যিকার শিল্প বা জীবন মহান হতে পারে না।

1
Updated: 1 day ago
What role does Lucrezia play in Andrea’s failure?
Created: 1 day ago
A
She inspires him greatly
B
She distracts him with worldly desires
C
She supports his art
D
She arranges patrons for him
লুক্রেজিয়া স্বামীকে প্রকৃত অর্থে ভালোবাসেনি; বরং অর্থলোভ, বিলাসিতা আর অন্য সম্পর্কে জড়িয়ে সে অ্যান্ড্রিয়ার জীবনকে দুর্বিষহ করেছে। শিল্পীর আসল সঙ্গী হওয়া উচিত অনুপ্রেরণা, কিন্তু লুক্রেজিয়া তাকে সেই অনুপ্রেরণা দিতে ব্যর্থ। ফলে অ্যান্ড্রিয়া নিজের শিল্পে মহান হতে পারেনি। ব্রাউনিং এখানে দেখিয়েছেন—ব্যক্তিগত সম্পর্ক কিভাবে শিল্পীর জীবনে প্রভাব ফেলে।

0
Updated: 1 day ago