Which saint’s fresco by Lippo got damaged by people’s devotion?
A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
উত্তরের বিবরণ
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।

0
Updated: 1 month ago
Who is the speaker in Robert Browning’s poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Raphael
B
Michelangelo
C
Andrea del Sarto
D
Cosimo de’ Medici
Andrea del Sarto একটি Dramatic Monologue, যেখানে বক্তা স্বয়ং অ্যান্ড্রিয়া দেল সার্তো। তিনি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী, যাকে “Faultless Painter” বলা হয়। কবিতায় তিনি তার স্ত্রী লুক্রেজিয়ার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের জীবন, ব্যর্থতা, শিল্প এবং ভালোবাসা নিয়ে কথা বলেন। ব্রাউনিং এই চরিত্রকে ব্যবহার করেছেন শিল্প বনাম জীবনের দ্বন্দ্ব প্রকাশ করতে। বক্তা এখানে নিজের টেকনিক্যাল নিখুঁততার গর্ব করলেও একই সঙ্গে স্বীকার করে যে তার শিল্পে প্রাণ বা আত্মা নেই।
Dramatic Monologue-এর বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক বক্তার বক্তব্য থেকে তার চরিত্র, অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে পারে। অ্যান্ড্রিয়া একদিকে স্ত্রীর ভালোবাসার জন্য আকুল, অন্যদিকে নিজের অপূর্ণ শিল্পীজীবন নিয়ে আক্ষেপ করে। তাই বক্তা হিসেবে তার কণ্ঠে মিশে আছে প্রেম, হতাশা, আত্মসমর্পণ ও আকাঙ্ক্ষা।

0
Updated: 1 month ago
Which place’s evening landscape does Andrea describe while holding Lucrezia’s hand?
Created: 1 month ago
A
Venice
B
Fiesole
C
Milan
D
Pisa
কবিতার শুরুতেই অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার হাত ধরে জানালার পাশে বসে Fiesole শহরের সন্ধ্যাকালীন দৃশ্য দেখতে চায়। Fiesole হলো ফ্লোরেন্সের কাছের এক পাহাড়ি অঞ্চল। ব্রাউনিং এখানে ফিয়েসোলের শান্ত, ধূসর গোধূলির চিত্র ব্যবহার করেছেন অ্যান্ড্রিয়ার জীবনের প্রতীক হিসেবে।
অ্যান্ড্রিয়ার শিল্পকর্ম যেমন নিখুঁত হলেও প্রাণহীন, তেমনি ফিয়েসোলের দৃশ্যও শান্ত কিন্তু নির্জীব। অ্যান্ড্রিয়ার জীবনে দাম্পত্য টানাপোড়েন, শিল্পীর হতাশা এবং জীবনের গোধূলি মিলেমিশে ফিয়েসোলকে এক ধরনের প্রতীক করে তুলেছে। এভাবে একটি ভৌগোলিক স্থান কবিতায় রূপক অর্থ ধারণ করেছে—অ্যান্ড্রিয়ার নিস্তেজ জীবন আর অপূর্ণ শিল্পসত্ত্বার প্রতীক হয়ে।

2
Updated: 1 month ago
What is the main theme of My Last Duchess?
Created: 2 months ago
A
Nature
B
Love
C
War
D
Power and jealousy

0
Updated: 2 months ago