A
They rejected it as sinful
B
They admired the lifelike figures
C
They ignored it
D
They destroyed it immediately
উত্তরের বিবরণ
লিপ্পো যখন প্রথম মঠের দেয়ালে মানুষের ছবি আঁকলো, সাধারণ দর্শকরা তাতে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। তারা বলত—“That’s the very man! Look at the boy who stoops to pat the dog!” এই প্রতিক্রিয়া দেখায় যে শিল্পের সত্যিকারের শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ায়। সাধু বা স্বর্গীয় কল্পনা নয়, বরং প্রতিবেশী গরিব, পাপী, শিশু—এই সব মুখ দেখে তারা বিস্মিত হতো। এর মধ্যেই রেনেসাঁস শিল্পের বিপ্লব: জীবনের প্রতিচ্ছবি।

0
Updated: 1 day ago
What is the main conflict in Andrea del Sarto?
Created: 1 month ago
A
Art versus passion
B
War
C
Family
D
Politics

0
Updated: 1 month ago
What is the main theme of My Last Duchess?
Created: 3 weeks ago
A
Nature
B
Love
C
War
D
Power and jealousy

0
Updated: 3 weeks ago
What metaphor does Lippo use for his childhood hunger?
Created: 1 day ago
A
Like an empty sky
B
Like a dog seeking bones
C
Like a hat empty of food
D
Like a closed church
Lippo নিজের শৈশবের কথা বলতে গিয়ে বলে, “My stomach being empty as your hat.” এই রূপকটি তার দারিদ্র্য ও ক্ষুধার কষ্টকে তীব্রভাবে প্রকাশ করে। সে এতই অভুক্ত ছিল যে কারও টুপি যতটা ফাঁকা, তার পেটও ঠিক ততটাই ফাঁকা। এটি Browning-এর বাস্তবধর্মী চিত্রকল্প। শৈশবের এই অভিজ্ঞতাই তাকে বাস্তবমুখী শিল্পী করে তোলে—কারণ সে জানে দারিদ্র্য ও ক্ষুধার বাস্তবতা।

1
Updated: 1 day ago